Local Train Cancelled : শনি-রবিবার শিয়ালদায় বাতিল একাধিক লোকাল ট্রেন, বড় দিনে যাত্রী দুর্ভোগের আশঙ্কা
Local Train Cancelled : ২৫ তারিখ বড়দিনে ভিড় বেশি থাকে যাত্রীদের। সেখানে ওই দিন ট্রেন বাতিলের জেরে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
কলকাতা: বিগত কয়েক মাসে হাওড়া-বর্ধমান শাখায় রেলের নানা কাজের জন্য দফায় দফায় বাতিল হয়েছে লোকাল ট্রেন (Local Train)। ঘুরপথে চলেছে দূরপাল্লার ট্রেন। এবার ২৪ ও ২৫ ডিসেম্বর ট্রেন বাতিল হতে চলেছে শিয়ালদা (Sealdah) শাখায়। যার জেরে শিয়ালদা থেকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, ও কল্যানী সীমান্ত পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। সূত্রের খবর, শনি ও রবিবার নৈহাটি ও রানাঘাটের মধ্যে চলবে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ। সে কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে ২৫ তারিখ বড়দিনে এমনিই ভিড় বেশি থাকে যাত্রীদের। সেখানে ওই দিন ট্রেন বাতিলের জেরে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার বাতিল থাকছে যে ট্রেনগুলি
আপ 31843 শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল
ডাউন 31838 কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল
আপ 31929 শিয়ালদা-গেদে লোকাল
ডাউন গেদে-শিয়ালদা লোকাল
আপ 31539 শিয়ালদহ – শান্তিপুর লোকাল
ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল
আপ 31629, 31631 শিয়ালদা – রানাঘাট লোকাল
ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল
আপ কল্যাণী সিমন্ত – নৈহাটি লোকাল
রবিবার বাতিল থাকছে যে ট্রেনগুলি
আপ 31811, 31815 শিয়ালদা – কৃষ্ণনগর লোকাল
ডাউন 31812, 31816 কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল
আপ 31511, 31513 শিয়ালদা – শান্তিপুর লোকাল
ডাউন 31512, 31516 শান্তিপুর-শিয়ালদা লোকাল
আপ 31611, 31615 শিয়ালদা – রানাঘাট লোকাল
ডাউন 31614, 31616 রানাঘাট-শিয়ালদা লোকাল
আপ 31311, 31313, 31315 শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল
ডাউন 31314, 31316, 31318 কল্যানী সীমান্ত-শিয়ালদা লোকাল
আপ 31191 নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল
শুধুমাত্র নৈহাটি-রানাঘাটের মধ্যে চলা ১৫২টি লোকাল ট্রেনের মধ্যে আপ/ডাউন মিলিয়ে বাতিল থাকছে ৩৪টি ট্রেন। একইসঙ্গে কিছু ট্রেনের যাত্রাও সংক্ষেপিত করা হয়েছে। ঘুরপথে চলবে কিছু দূরপাল্লার ট্রেনও।