IPL Ticket Blacker: আইপিএল ম্যাচের আগে টিকিটের কালোবাজারি, গ্রেফতার ৫: লালবাজার সূত্র

Eden Gardens: শনিবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটানসের সঙ্গে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আর তার আগে পুলিশের হাতে পাকড়াও ব্ল্যাকাররা। লালবাজার সূত্রে খবর, আইপিএল ম্য়াচের আগে টিকিটের কালোবাজারি করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

IPL Ticket Blacker: আইপিএল ম্যাচের আগে টিকিটের কালোবাজারি, গ্রেফতার ৫: লালবাজার সূত্র
ইডেন গার্ডেন্স
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 8:04 PM

কলকাতা: খেলার প্রতি বাঙালির বরাবরই টান রয়েছে। ফুটবল হোক বা ক্রিকেট, উন্মাদনা সবসময়েই তুঙ্গে। আর এখন চলছে আইপিএল-এর (IPL 2023) মরশুম। তাই এখন কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি উন্মাদনা। টিকিটের চাহিদা তুঙ্গে। চলতি মরশুমে কলকাতায় যে ম্যাচগুলি হয়েছে, সবক’টিতেই ক্রিকেটের নন্দনকাননের গ্যালারি ছিল প্রায় হাউজ়ফুল। আর আইপিএল ঘিরে এই উন্মাদনাকেই কাজে লাগিয়ে টিকিটের কালোবাজারিতে হাত পাকাতে শুরু করেছে অসাধু এক চক্র। আগামিকাল কলকাতায় আরও একটি ম্যাচ রয়েছে। শনিবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটানসের সঙ্গে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আর তার আগে পুলিশের হাতে পাকড়াও ব্ল্যাকাররা। লালবাজার সূত্রে খবর, আইপিএল ম্য়াচের আগে টিকিটের কালোবাজারি করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের মধ্যে দুইজনকে পাকড়াও করা হয়েছে এন্টালি থেকে এবং বাকি তিনজনকে ময়দানে মহামেডান ক্লাবের আশপাশের চত্বর থেকে ধরা হয়েছে বলে লালবাজার সূত্র মারফত জানা যাচ্ছে। ধৃতদের থেকে মোট ১৭৯টি টিকিট পাওয়া গিয়েছে বলেও পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। আইপিএল-এর মরশুমে টিকিটের কালোবাজারির প্রবণতা বাড়তেই সতর্ক নজর রাখতে শুরু করেছে পুলিশ প্রশাসনও। কোথাও যাতে টিকিট ঘিরে কোনও বেআইনি কারবার না হয়, তা নিশ্চিত করছে চলছে নজরদারিও। এরই মধ্যে কলকাতা বনাম গুজরাট ম্যাচের আগে শহরে গ্রেফতার পাঁচ টিকিট ব্ল্যাকার। পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন শহরবাসী।

উল্লেখ্য, টিকিটের এই কালাবাজারির কারবারের সঙ্গে যারা যুক্ত থাকে, তারা একসঙ্গে অনেক টিকিট নিজেদের কাছে মজুত করে নেয়। তারপর যখন টিকিটে চাহিদা বাড়ে, তখন আসরে নামে এই ব্ল্যাকাররা। চড়া দামে বিক্রি করার চেষ্টা করে টিকিট। কখনও কখনও টিকিটের দাম এতটাই লাগামছাড়া হয়ে যায় কালোবাজারে, যে মূল দামের তুলনায় তা অনেকসময় তিনগুণ বা তারও বেশি উঠে যেতে পারে। সেই সব বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের।