NRS Hospital: দিনভর নাটক, ৩ দিনের মাথায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ফিরলেন শান্তনু
NRS Hospital RKS Chairman: ৭২ ঘণ্টা আগেই তাঁকে সরিয়ে সুদীপ্ত গুপ্তকে এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছিল।
কলকাতা: রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান (RKS Chairman) নিয়োগ ঘিরে দিনভর নাটক চলল রাজ্য স্বাস্থ্য দফতরে (West Bengal Health Department)। বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ করে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নির্মল ঘোষ ঘনিষ্ঠ সুদীপ্ত রায়ের নাম ঘোষণা করা হয়। যদিও মনে করা হচ্ছিল সেই জায়গায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের (Shantanu Sen) নাম ঘোষণা হতে পারে। কিন্তু তেমনটা হয়নি। রাত হতে হতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ফের এনআরএস হাসপাতালের (NRS Hospital) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের নাম বদল করা হল। সুদীপ্ত রায়ের জায়গায় আসেন শান্তনু সেন।
ফলে বিকেল থেকে রাত পর্যন্ত দুই হাসপাতালেরই রোগী কল্যাণ সমিতির দায়িত্বে থাকলেন সুদীপ্ত রায়। তবে দিন ফুরোনর আগেই তিনি রইলেন আরজিকর হাসপাতালে। অন্যদিকে, পুনরায় এনআরএস হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারে ফিরলেন শান্তনু। ৭২ ঘণ্টা আগেই তাঁকে সরিয়ে সুদীপ্ত গুপ্তকে এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছিল।
তবে শান্তনুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শান্তনু সেন এনআরএস হাসপাতালের থেকেও আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলে বেশি আগ্রহী ছিলেন। সেই অনুযায়ীই পরিকল্পনা এগোচ্ছিল। কিন্তু আরজিকর হাসপাতালের হবু ডাক্তারদের আন্দোলনই সব হিসেব নিকেশ উল্টে দিল বলে মত চিকিৎসক মহলের। যদিও শান্তনুকে এই পদ ফিরিয়ে দেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে তাঁকে ৩ দিনের জন্য সরানোই বা হল কেন?
বিষ্যুদবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে প্রথমে বৈঠক করেন নির্মল মাজি, সুদীপ্ত রায় ও অতীন ঘোষ। এই বৈঠকের ঘণ্টাখানেক পরে স্বাস্থ্য ভবনে যান শান্তনু সেন। এর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্যভবনে পৌঁছন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁরই পদত্যাগের দাবিতে গত ৪৮ ঘণ্টা ধরে কার্যত উত্তাল হয়ে রয়েছে আরজিকর হাসপাতাল। সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ স্বাস্থ্যভবনে পৌঁছন।
আরও পড়ুন: NRS-এর পর RG Kar হাসপাতালেও রোগী কল্যাণ সমিতির মাথায় নির্মল ঘনিষ্ঠ সুদীপ্ত রায়
এই বৈঠকের শেষেই বিকেল ৫ টা নাগাদ স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে সুদীপ্ত রায়ের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে অভিষেক হয়। অধুনা নির্মল মাজি ঘনিষ্ঠ সুদীপ্তবাবুর অভিষেকের পিছনেও উত্তরবঙ্গ লবির হাত রয়েছে বলে খবর। যদিও নির্মলবাবু সেই সমস্ত অভিযোগ খারিজ করেছেন। তবে আরজিকর হাসপাতালে গত দু’দিন ধরে অধ্যক্ষের পদত্যাগের দাবি যে আন্দোলন চলছিল, এবং তার জেরে যে ধরনের জটিলতা সৃষ্টি হয়, তার নির্যাস যেন বিতর্কের অবকাশ জিইয়ে রাখল।
আরও পড়ুন: Covid Vaccine: সংক্রমণ রুখতে নয়, হাসপাতাল-যাত্রা ঠেকাতেই ডবল ডোজ়ে জোর, বলছে গবেষণা