Sheikh Shajahan: হাল ছাড়ার পাত্র নন! হাইকোর্টে ধাক্কা খেয়ে এবার ‘ঘুরপথে লড়াইয়ে’ শাহজাহান

Sheikh Shajahan: ইতিমধ্যেই প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে সিট মামলাকে চ্যালেঞ্জও করেছে ইডি। তাই আগাম জামিন আবেদন বলে আইনজীবীদের সূত্র খবর। যদিও  বৃহস্পতিবার রাত ১.১৫ মিনিট নাগাদ মিনাখাঁ থেকে শাহজাহানকে গ্রেফতার দেখায় পুলিশ। তারপর রাতভর চলে জেলা। সকালে তাঁকে বসিরহাট আদালতে পেশ করা হয়।

Sheikh Shajahan: হাল ছাড়ার পাত্র নন! হাইকোর্টে ধাক্কা খেয়ে এবার 'ঘুরপথে লড়াইয়ে' শাহজাহান
অন্য আইনি লড়াইয়ে শেখ শাহাজাহানImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2024 | 7:31 AM

 কলকাতা:  পিএমএলএ মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে মামলা দায়ের শেখ শাজাহানের। আগামী সোমবার শুনানির সম্ভাবনা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এর আগে পিএমএলএ আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হয়। পরে পুলিশ তাকে ন্যাজাট থানার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে ।  সেখানে আইপিসি ও সিআরপি সি ধারা যুক্ত হয়। কিন্তু এবার তাকে পিএমএলএ মামলায় হাতে নিতে চায় ইডি।

সূত্রের খবর,  ইতিমধ্যেই প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে সিট মামলাকে চ্যালেঞ্জও করেছে ইডি। তাই আগাম জামিন আবেদন বলে আইনজীবীদের সূত্র খবর। যদিও  বৃহস্পতিবার রাত ১.১৫ মিনিট নাগাদ মিনাখাঁ থেকে শাহজাহানকে গ্রেফতার দেখায় পুলিশ। তারপর রাতভর চলে জেলা। সকালে তাঁকে বসিরহাট আদালতে পেশ করা হয়। বিচারক  তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এরপরই শেখ শাহজাহানের আইনজীবীকে কলকাতা হাইকোর্টে যেতে দেখা যায়। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। প্রধান বিচারপতির কাছে শেখ শাহজাহানের গ্রেফতারির খবর জানান। তখন প্রধান বিচারপতি তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল, “যাঁর বিরুদ্ধে ৪৩ টি মামলা, তাঁর প্রতি আমার কোনও সমবেদনা নেই।” এমনকি হালকা চলেই সেদিন শেখ শাহজাহানের আইনজীবীকে প্রধান বিচারপতিকে বলতে শোনা যায়, “আপনার মক্কেলের জন্য আপনাকে আগামী ১০ বছর ছোটাছুটি করতে হবে। সেক্ষেত্রে ৪-৫ জন জুনিয়র রাখুন।” যদিও এই মামলার তদন্তভার আপাতত সিআইডি-র হাতে।