লাইনে আগুনের ফুলকি, সঙ্গে বেরল ধোঁয়া! মেট্রোযাত্রীদের আতঙ্কের কয়েক মিনিট
কোনও ঝুঁকি না নিয়ে তখনই বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। মেট্রো কর্মীরা লাইনে নেমে পরীক্ষা করে দেখেন। এরপর সেই রেকটি খালি করে কবি সুভাষ মেট্রো স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়।
কলকাতা: মেট্রোয় অফিস থেকে বাড়ি ফেরার সময় সময় আতঙ্কের কয়েক মিনিট কাটালেন নিত্যযাত্রীরা। মেট্রো সূত্রে খবর, দমদম থেকে কবিসুভাষগামী মেট্রো রবীন্দ্র সরোবর স্টেশনে পৌঁছনর পরই লাইল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে মেট্রো চলাচল। এরপর ক্রমশ স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে এই ঘটনার জেরে হয়রানি পোহাতে হয় অফিস ফেরত নিত্যযাত্রীদের।
যাত্রীদের একাংশের দাবি, মেট্রোর লাইন থেকে ধোঁয়া বেরোনর পাশাপাশি আগুনের ফুলকিও দেখতে পাওয়া যায়। সেই কারণে কোনও ঝুঁকি না নিয়ে তখনই বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। মেট্রো কর্মীরা লাইনে নেমে পরীক্ষা করে দেখেন। এরপর সেই রেকটি খালি করে কবি সুভাষ মেট্রো স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। যদিও কী কারণে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফেও কারণ খোলসা করা হয়নি। যদিও এই ঘটনায় সকলেই অক্ষত রয়েছেন।
আরও পড়ুন: ‘তৃণমূল খেলতে নেমে ফাউল করছে, বিজেপির জয় সুনিশ্চিত’
কিন্তু, এই ঘটনার পর ফের একবার মেট্রোয় প্রযুক্তিগত গাফিলতির দিকে আঙুল তুলতে শুরু করেছেন নিত্যযাত্রীরা। লকডাউনের সময় একটা দীর্ঘ সময় মেট্রো পরিষেবা বন্ধ থাকার সময় এর প্রযুক্তি ও নিরাপত্তাজনিত খুঁটিনাটি দিকগুলি খতিয়ে দেখা হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে। তবে এখনও পর্যন্ত মেট্রো পরিষেবা যে ত্রুটিমুক্ত হতে পারেনি সেই বিষয়টিই আজকের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
আরও পড়ুন: কয়লাকাণ্ডে স্বস্তি লালার! এখনই গ্রেফতারি নয়, রক্ষাকবচ বাড়াল সুপ্রিম কোর্ট