Rain Forecast: পয়লা বৈশাখের বিকালে বৃষ্টি? ভিজতে পারে কোন কোন জেলা?

Rain Forecast: হাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার থেকে দাবদাহের মাত্রা আরও বাড়বে। তবে বেশিরভাগ জেলাতেই খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই।

Rain Forecast: পয়লা বৈশাখের বিকালে বৃষ্টি? ভিজতে পারে কোন কোন জেলা?
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2024 | 1:52 PM

কলকাতা: পয়লা বৈশাখে মোটের উপর পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। বলছে হাওয়া অফিস। তবে বাংলা বছরের শুরুতে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৩১ থেকে ৮৭ শতাংশের মধ্যে। আবহাওয়া দফতর বলছে, বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকলেও কিছু কিছু সময় কিছু জেলায় মেঘলা আকাশের দেখা মিলতে পারে। বেলা যত বাড়বে ততই বাড়বে গরম। দক্ষিণবঙ্গে সব জেলাতেই পশ্চিমের শুকনো হাওয়ার দাপট ক্রমশ বাড়বে।  

আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। গরম এতটাই বেশি থাকবে যে সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করছেন আবহাওয়াবিদরা। তবেবে কিছু জেলায় বিচ্ছিন্নভাবে অল্প বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমন বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। 

হাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার থেকে দাবদাহের মাত্রা আরও বাড়বে। তবে বেশিরভাগ জেলাতেই খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে ১৬ ও ১৯ এপ্রিল বেশি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হওয়াও বইতে পারে। তবে নিচের দিকের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।