Behala Chaos: ‘বাড়িতে কালী পুজো করছি তাতেও তোলা দেব?’, প্রতিবাদ করতেই বেহালায় ভয়াবহ ঘটনা
Kali Puja: ঘটনাটি ঘটেছে বেহালা থানার অন্তর্গত ১২০ নম্বর ওয়ার্ডের সেনহাটি বাজারে। গতকাল রাতে কৌশিকী অমাবস্যার কালী পুজো হচ্ছিল। অভিযোগ, সেই সময় একদল যুবক এলাকায় অবস্থিত একটি বাড়ির সামনে গিয়ে মদ্যপ অবস্থায় চিৎকার চেঁচামেচি করে।
বেহালা: সোমবার ছিল কৌশিকী অমাবশ্যা। সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় কালী পুজোর আয়োজন করা হয়েছিল। এরই মধ্যে বেহালায় দুষ্কৃতী তাণ্ডব। কালী পুজোর নিমন্ত্রণ না পাওয়ায় টাকার দাবি জানিয়ে উৎপাত সমাজ বিরোধীদের। মারধর করার অভিযোগ সাধারণ বাসিন্দাদের। আতঙ্কের এলাকার মহিলারা।
ঘটনাটি ঘটেছে বেহালা থানার অন্তর্গত ১২০ নম্বর ওয়ার্ডের সেনহাটি বাজারে। গতকাল রাতে কৌশিকী অমাবস্যার কালী পুজো হচ্ছিল। অভিযোগ, সেই সময় একদল যুবক এলাকায় অবস্থিত একটি বাড়ির সামনে গিয়ে মদ্যপ অবস্থায় চিৎকার চেঁচামেচি করে। তাঁদের বক্তব্য যেহেতু পুজোয় নেমন্তন্ন করা হয়নি, তার জন্য তাদেরকে টাকা দিতে হবে। সেই সময় স্থানীয় বেশ কিছু যুবক এবং মহিলারা ছিল তাঁরা টাকা দিতে আপত্তি জানায়। অভিযোগ, সেই সময় এলাকায় সমাজ বিরোধী হিসাবে পরিচিত ভাস্করের নেতৃত্বে কয়েকজন যুবক মহিলা ও পুরুষদের মারধর করে। এরপর ওই এলাকা থেকে চলে যায়। এরপর আবারও ভোরে ফের ভাস্কর ওই বাড়ির সামনে আসে। অভিযোগ আগ্নেয় অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। ইতিমধ্যেই বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার মহিলারা আতঙ্কে রয়েছে এমনটাই দাবি তাদের। তদন্তে বেহালা থানার পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা তরুণ দাস বলেন, “পাশের বাড়িতে পুজো হচ্ছিল। তখন ভস্কর-জয়ন্তরা তোলা চাইতে এসেছিল। আমাদের বলল তোরা পুজো করছিস আমাদের বললি না? আমরা বললাম বাড়িতে পুজো করছি। কীসের তোলা দেব? এরপর চলে গেছিল। ফের রাত্রিবেলা এসে টাকা চাইছিল। আমরা প্রতিবাদ করতেই মেরেছে। রাস্তায় ফেলে আমাদের মেরেছে। ভাস্কর ক্রিমিনাল একটা। এরপর আজ সকালে মোড়ের মাথায় দেখছি মেসিন নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে যে বেরবে তাকে মেরে দেব। থানায় জানিয়েছি। কাউন্সিলরকেও বলেছি।”