Mamata Banerjee: লগ্নি টানতে উদ্যোগী মমতা, সেপ্টেম্বরেই স্পেন ও দুবাই যাওয়ার সম্ভাবনা: সূত্র
Mamata Banerjee: আগামী মাসেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে যাওয়ার সম্ভাবনা। রাজ্যে লগ্নি টানতে সেপ্টেম্বরে স্পেন ও দুবাইয়ে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্র মারফত, এমনই জানা যাচ্ছে।
কলকাতা: বাংলায় লগ্নি টানতে ফের উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মাসেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে যাওয়ার সম্ভাবনা। রাজ্যে লগ্নি টানতে সেপ্টেম্বরে স্পেন ও দুবাইয়ে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্র মারফত, এমনই জানা যাচ্ছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে এই দুই দেশে সফরে যেতে পারেন তিনি। এই মর্মে ৫-৬ দিনের জন্য বিদেশ সফরের অনুমতি চাওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের থেকে। সেখান থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই বিদেশ সফরের চূড়ান্ত দিনক্ষণ স্থির করা হবে। এখন পর্যন্ত নবান্ন সূত্র মারফত যা খবর, বাংলায় লগ্নি আনতেই মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর। ৫-৬ দিনের ওই বিদেশ সফরে দুই দেশের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য নিয়ে তৃতীয়বার সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। জানিয়েছিলেন, আরও বেশি লগ্নি আনতে চান তিনি বাংলায়। রাজ্যের শিল্পবিমুখ যে ভাবমূর্তি তৈরি হয়েছে বলে বার বার অভিযোগ তোলে বিরোধীরা, সেই ভাবমূর্তি কাটিয়ে উঠতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করেছেন মমতা। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয় বছর বছর। দেশ-বিদেশের শিল্পপতি ও উদ্যোগপতিদের আমন্ত্রণ জানানো হয়। সে এক বিরাট কর্মযজ্ঞ। কিন্তু এতকিছুর পরেও, এখনও পর্যন্ত বাংলায় সেই অর্থে বড়সড় কোনও শিল্প আসেনি। এমন অবস্থায় বাংলায় বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রীর স্পেন ও দুবাই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বাংলায় যে শিল্প ও বিনিয়োগের জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ রয়েছে, তা ইতিমধ্যে বার বার বোঝানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্যোগপতিদের জন্য বাংলায় কী কী সুযোগ সুবিধা রয়েছে, তা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বলতে দেখা গিয়েছে মমতাকে। এখন মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফরে শেষ পর্যন্ত বাংলার লগ্নিতে ‘খরা’ কাটে কি না, সেই দিকে নজর ওয়াকিবহাল মহলের।