West Bengal Assembly: বিধানসভা অধিবেশনের দিন জানিয়ে নতুন করে রাজভবনে চিঠি পাঠাবে রাজ্য: সূত্র

West Bengal Assembly: সূত্রের খবর, ২৪ তারিখ ক্যাবিনেট বৈঠকে ফের নতুন করে বিধানসভা অধিবেশনের দিন পাশ করাতে পারে রাজ্য। তারপর ফের একদফা অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হবে রাজভবনে। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।

West Bengal Assembly: বিধানসভা অধিবেশনের দিন জানিয়ে নতুন করে রাজভবনে চিঠি পাঠাবে রাজ্য: সূত্র
পশ্চিমবঙ্গ বিধানসভাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 10:23 AM

কলকাতা: বাংলায় বিগত কিছুদিনে বার বার রাজ্য-রাজভবন সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। কখনও উপাচার্য নিয়োগের জটিলতা ঘিরে, কখনও আবার পঞ্চায়েতের অশান্তির অভিযোগ ঘিরে। আর এবার বিধানসভার বাদল অধিবেশন ঘিরেই রাজ্য-রাজভবন সংঘাতের আবহ। আর তার জেরে বিধানসভার বাদল অধিবেশন কবে থেকে শুরু হবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়ে গিয়েছে। রাজ্য চাইছে ২৪ জুলাই থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু করতে। কিন্তু অধিবেশন শুরু করতে গেলে রাজ্যপালের অনুমোদন দরকার। সেই মর্মে রাজভবনে ১৯ তারিখ একটি চিঠিও পাঠানো হয়েছিল রাজ্যের তরফে। কিন্তু, এত কম সময়ের নোটিসে কেন অধিবেশন ডেকে অনুমতি চাওয়া হচ্ছে? সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

বিষয়টি নিয়ে ব্যাখ্যা চেয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে ডেকেও পাঠিয়েছিলেন তিনি। কিন্তু তিনি তখন রাজভবনে যেতে পারেননি। এদিকে রাজ্যপাল এখন বাংলার বাইরে রয়েছেন। এমন অবস্থায় তাই নতুন করে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, ২৪ তারিখ ক্যাবিনেট বৈঠকে ফের নতুন করে বিধানসভা অধিবেশনের দিন পাশ করাতে পারে রাজ্য। তারপর ফের একদফা অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হবে রাজভবনে। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। উল্লেখ্য, এর আগে পরিষদীয় মন্ত্রীর থেকে রাজ্যপাল জানতে চেয়েছিলেন, কেন এত কম সময়ের নোটিসে অধিবেশন ডেকে অনুমতি চাওয়া হচ্ছে। পাশাপাশি, অধিবেশনের দিনক্ষণ মন্ত্রিসভার বৈঠকে পাশ করানো হয়েছে কি না, তাও জানতে চেয়েছিলেন তিনি। সূত্রের খবর, রাজ্যপালকে পাঠানো চিঠিতে সেই দুটি বিষয়ের ব্যাখ্যা দেওয়া হতে পারে।

এর পাশাপাশি রাজ্যপালের তলবে কেন পরিষদীয় মন্ত্রী উপস্থিত থাকতে পারেননি, সেই বিষয়টিও নতুন চিঠিতে ব্যাখ্যা দেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখন দেখার রাজ্য-রাজভবন এই জটের মধ্যে শেষে বিধানসভার বাদল অধিবেশন কবে থেকে শুরু হয়।