SSC Upper Primary: ইন্টারভিউ শুরু আগামী সপ্তাহ থেকেই! শুক্রবার বড় ঘোষণা করতে পারে সংসদ

SSC Upper Primary: শুক্রবার ইন্টারভিউ শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে, এমন সম্ভাবনার কথাও জানা গিয়েছে এসএসসি সূত্রে।

SSC Upper Primary: ইন্টারভিউ শুরু আগামী সপ্তাহ থেকেই! শুক্রবার বড় ঘোষণা করতে পারে সংসদ
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 4:13 PM

কলকাতা: খুব সম্ভবত আগামী সপ্তাহ থেকেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে এসএসসি। বৃহস্পতিবার সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নতুন করে মামলা দায়ের হলেও নিয়োগ প্রক্রিয়া মসৃণভাবেই চালিয়ে যেতে চায় সংসদ। সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গে সংসদের চেয়ারম্যানের এক বৈঠকেও এই ইঙ্গিত মিলেছে। সেই মতো আগামিকাল, অর্থাৎ শুক্রবার ইন্টারভিউ শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে, এমন সম্ভাবনার কথাও জানা গিয়েছে এসএসসি সূত্রে।

স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য যে ই-মেল চালু করা হয়েছিল সেখানে এখানও পর্যন্ত ২০০০-এর বেশি অভিযোগ জমা পড়েছে। প্রতিদিন সশরীরে গিয়ে গড়ে ৪০০ জন করে অভিযোগ জানিয়ে এসেছেন। সেই অভিযোগগুলিও খতিয়ে দেখা হচ্ছে। তবে নিয়োগের স্বার্থে ইন্টারভিউ প্রক্রিয়ায় খুব বেশি দেরি করতে নারাজ সংসদ। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর পরই ইন্টারভিউ শুরুর তৎপরতা তুঙ্গে রয়েছে এসএসসি কর্তাদের।

কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, পুজোর মধ্যেই এ রাজ্যে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ হওয়ার কথা। হাইকোর্টের একবার স্থগিতাদেশের জেরে ইতিমধ্যেই দিনকয়েক পিছিয়ে গিয়েছে গোটা প্রক্রিয়া। মামলা এখনও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন থাকলেও ইন্টারভিউ নেওয়া শুরু করে পারে কমিশন। কেননা, আরও দেরি হলে পুজোর মধ্যে ইন্টারভিউ সম্পূর্ণ করে ১৪ হাজার শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া কঠিন কাজ হয়ে যাবে। তারপর থেকে লাগাতার নিয়োগ প্রক্রিয়া চলার কথা। সেই কারণে আগামিকাল ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে, এমনই খবর পাওয়া যাচ্ছে এসএসসি সূত্রে। আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে এবার আদালতে যাওয়ার তোড়জোড় শুভেন্দুদের

COVID third Wave