এবার ‘দুয়ারে’ SSKM, গ্রামে বসেই চিকিৎসা পরিষেবা পাবেন রোগীরা
শুধু এসএসকেএম নয়, এটা দিয়ে শুরু। পরে অন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরাও প্রত্যন্ত এলাকার সুস্বাস্থ্য কেন্দ্রে শিবির করবেন বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে দুয়ারে SSKM! ফেব্রুয়ারি থেকেই এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাবেন। সোমবার SSKM হাসপাতালের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তার পর এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রত্যন্ত এলাকায় গিয়ে পরিষেবা দিলে বিশেষ সুবিধাও মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন SSKM হাসপাতালের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটাতে জুনিয়র চিকিৎসকদের বিশেষ তৎপর হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি এসএসকেএম-এর জুনিয়র চিকিৎসকদের সপ্তাহে তিন-চারদিন প্রত্যন্ত এলাকায় পরিষেবা দেওয়ার আবেদন জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, “জুনিয়র চিকিৎসকেরা প্রত্যন্ত এলাকায় গিয়ে পরিষেবা দিলে আলাদা সুবিধা পাবেন।”
মুখ্যমন্ত্রীর এই বার্তার পরই হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের প্রত্যন্ত এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় এসএসকেএম কর্তৃপক্ষ। সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই এসএসকেএমের চিকিৎসকেরা প্রত্যন্ত এলাকায় পরিষেবা দিতে যাবেন। তবে শুধু এসএসকেএম নয়, এটা দিয়ে শুরু। পরে অন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরাও প্রত্যন্ত এলাকার সুস্বাস্থ্য কেন্দ্রে শিবির করবেন বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।
গ্রামীণ হাসপাতালগুলির বিরুদ্ধে বহুবার রোগী রেফার করার অভিযোগ উঠেছে। পর্যাপ্ত হাসপাতাল পরিকাঠামো, চিকিৎসক না থাকার দরুণ গ্রামীণ হাসপাতালগুলি রোগী রেফার করতে বাধ্য হন বলে অভিযোগ। এর জন্য নতুন রেফার নীতি তৈরি করছে স্বাস্থ্য দফতর। গ্রাম বাংলার দিকে তাকিয়েই রেফার নীতি যে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই মর্মে কমিটির তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে SSKM-এর জুনিয়র চিকিৎসকদের হাসপাতালে পাঠানোর প্রস্তাব বিশেষ চমকপ্রদ। পাশাপাশি চিকিৎসকেরা যাতে অর্থ উপার্জনের জন্য রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে না যান, সেদিকেও বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী।