Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Star Campaigners List of TMC: নেই মিমি-নুসরত, রয়েছেন সৌরভদের মতো একঝাঁক টলি তারকা, চোখ ধাঁধানো সব স্টার ক্যাম্পেনার TMC-র

Star Campaigners List of TMC: যেখানে এখনও বিরোধীরা রাজ্যের সব আসনে প্রার্থীদের নামই ঠিক করে উঠতে পারেনি, সেখানে স্টার ক্যাম্পেনারদের নাম স্থির করে তা পাঠিয়ে দেওয়ায় কার্যত বিরোধীদের যে টেক্কা দিয়েছে শাসকদল তা বলাই যায়। তৃণমূল নিজেদের এক্স হ্যান্ডেলে এই স্টার ক্যাম্পেনারদের তালিকা প্রকাশ করেছে।

Star Campaigners List of TMC: নেই মিমি-নুসরত, রয়েছেন সৌরভদের মতো একঝাঁক টলি তারকা, চোখ ধাঁধানো সব স্টার ক্যাম্পেনার TMC-র
প্রকাশিত তৃণমূলের প্রথম ধাপের প্রচারকদের নামImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2024 | 7:23 AM

কলকাতা: ব্রিগেডের সভা থেকে রাজ্যের ৪২ লোকসভা আসনের প্রার্থীদের নাম আগেই ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, প্রার্থীদের নাম প্রকাশের ধরনেও ছিল চমক। কার্যত র‌্যাম্পে হেঁটে প্রার্থীদের হাজার-হাজার জনগণের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দিয়েছিল। যা ছিল দলের তরফ থেকে কার্যত অনন্য। এবার বিরোধীদের টেক্কা দিতে নির্বাচনের প্রথম পর্বের জন্য স্টার ক্যাম্পেনারদের নামও স্থির করে ফেলেছে এ রাজ্যের শাসকদল। ইতিমধ্যে সেই নামের তালিকাও পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে।

যেখানে এখনও বিরোধীরা রাজ্যের সব আসনে প্রার্থীদের নামই ঠিক করে উঠতে পারেনি, সেখানে স্টার ক্যাম্পেনারদের নাম স্থির করে তা পাঠিয়ে দেওয়ায় কার্যত বিরোধীদের যে টেক্কা দিয়েছে তৃণমূল তা বলাই যায়। তৃণমূল নিজেদের এক্স হ্যান্ডেলে এই স্টার ক্যাম্পেনারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় , দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো রয়েইছে। সঙ্গে রয়েছে একাধিক নতুন চমক। তাঁরা কারা? দেখে নিন

মোট ৪০ জন তারকা প্রচারক রয়েছেন

১. মমতা বন্দ্যোপাধ্যায় ২. সুব্রত বক্সী ৩. অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪. সুদীপ বন্দ্যোপাধ্যায় ৫. সৌগত রায় ৬. শোভনদেব চট্টোপাধ্যায় ৭. কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৮. মলয় ঘটক ৯. মানস ভুইঞা ১০. অরূপ বিশ্বাস ১১. ব্রাত্য বসু ১২. ফিরহাদ হাকিম ১৩. চন্দ্রিমা ভট্টাচার্য ১৪. শতাব্দী রায় ১৫. দীপক অধিকারী ১৬. মমতা ঠাকুর ১৭. মনোজ তিওয়ারি ১৮. পার্থ ভৌমিক ১৯. শশী পাঁজা ২০. স্নেহাশীস চক্রবর্তী ২১.বীরবাহা হাঁসদা ২২. ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ২৩.অম্বরীশ সরকার ২৪.প্রতিমা মণ্ডল ২৫.কুণাল ঘোষ ২৬. সায়নী ঘোষ ২৭. জুন মালিয়া ২৮. রাজ চক্রবর্তী ২৯. ইউসুফ পাঠান ৩০. বিবেক গুপ্তা ৩১. সোহম চক্রবর্তী ৩২. শান্তনু সেন ৩৩. সমীর চক্রবর্তী ৩৪. অদিতি মুন্সী ৩৫. মোসারফ হোসেন ৩৬. জয়প্রকাশ মজুমদার ৩৭. দেবাংশু ভট্টাচার্য ৩৮. সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৩৯. রচনা বন্দ্যোপাধ্যায় ৪০. সৌরভ দাস

প্রসঙ্গত, দলের উপর অভিমান করে পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। টিকিট না পেয়েই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার তাঁকেই রাখা হল প্রথম সারির ক্যাম্পেনারের তালিকায়। তবে তাৎপর্যপূর্ণ বিষয় এই তালিকায় নাম নেই মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের। এই দুই অভিনেত্রী গতবারের লোকসভা ভোটে জিতলেও এইবার টিকিট পাননি তাঁরা। বলা বাহুল্য আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মিমি।