Mamata on CESC: ‘রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও CESC বাড়ায়’
CESC: এ দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিইএসসি(CESC) বাড়ায়। এর জন্য মানুষকে অনেকটা ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই। ওরা স্বশাসিত সংস্থা। সিপিএম থাকাকালীন দিয়ে গেছে ওদের দিল্লিতে কী বোর্ড আছে তার থ্রুতে।"

কলকাতা: গরম এলেই ফ্যান-এসি চলে। তেমনই চড়চড়িয়ে বাড়ে বিদ্যুতের বিল। বিশেষ করে যে সকল এলাকায় সিইএসসি (CESC) বিদ্যুৎ সরবরাহ করে, সেই সকল জায়গায় বিদ্যুতের বিল প্রচুর। এ দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানালেন, সিইএসসি (CESC) যে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে, সেই সকল স্থানে এই বিদ্যুতের দাম রাজ্য সরকার বাড়ায় না। সিইএসসি বাড়ায়।
এ দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিইএসসি(CESC) বাড়ায়। এর জন্য মানুষকে অনেকটা ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই। ওরা স্বশাসিত সংস্থা। সিপিএম থাকাকালীন দিয়ে গেছে ওদের দিল্লিতে কী বোর্ড আছে তার থ্রুতে।”
মুখ্যমন্ত্রী আজ এও জানান, দেউচা পচামি থেকে কয়লা উত্তোলন শুরু হলে বিদ্যুতের দাম অনেক কম হবে। আগামী একশো বছরে লোডশেডিং কমবে। ভবিষ্যত প্রজন্মের কোনও অসুবিধা হবে না। তিনি বলেন, “ওইখান থেকে যে কয়লা পাব, তাতে একশো বছরে যে বিদ্যুৎ উৎপাদন হবে তার জন্য আগামী দিনে বিদ্যুতের দাম কমবে।” তিনি এও বলেন, “আগামী জেনারেশনের সুবিধা হবে। একশো বছর তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয়…এবং বিদ্যুতের দাম যাতে না বাড়ে। স্বল্প মূল্যে যাতে বিদ্যুত পান তাই এই প্রোজেক্ট তৈরি করছি।”





