‘অহংকার এমন জায়গায় পৌঁছেছে…!’ ‘দুর্গারূপিণী’ মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhiukari: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মুখের আদলে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। যা নিয়ে ইতিমধ্যে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি (BJP)। বাগুইআটির একটি পুজো কমিটি সিদ্ধান্ত নিয়ে এবার মমতাকে তীব্র আক্রমণ করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

'অহংকার এমন জায়গায় পৌঁছেছে...!' 'দুর্গারূপিণী' মমতাকে কটাক্ষ শুভেন্দুর
অলংকরণ: অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2021 | 4:04 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মুখের আদলে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। যা নিয়ে ইতিমধ্যে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি (BJP)। এবার মমতাকে তীব্র আক্রমণ করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রীর নাম না করে শুভেন্দুর কটাক্ষ, ‘আপনার অহংকার এমন জায়গায় পৌঁছেছে যে বিবেকও আর জবাবদিহি করতে পারবে না।’

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে বাগুইআটির একটি পুজো কমিটির দুর্গা প্রতিমা। তা নিয়ে নেটমাধ্যমে সমালোচনা শুরু করেছে বিজেপি। প্রথমে স্থানীয় স্তরে চাপা অসন্তোষ শুরু হয়েছিল, বৃহস্পতিবার রাতে সেটা দিল্লি পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। মমতার মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরির সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন বিজেপি আইটি সেল প্রধান তথা একুশের ভোটে বাংলার বিজেপির অন্যতম পর্যবেক্ষক অমিত মালব্য। এবার বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিলেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে মমতাকে উদ্দেশ্য করে মালব্য লেখেন , “ওঁর হাতে নিরীহ বাঙালিদের রক্ত লেগে রয়েছে।” শুধু তাই নয়, অমিত আরও লিখেছেন, “এটি দেবী দুর্গার অপমান। এটা বন্ধ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বাংলার হিন্দুদের অনুভূতিতে আঘাত করছে।” এই নিয়ে অমিত মালব্যকে ঝুটা মালব্য বুলে কটাক্ষ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘ঘরের মেয়ে মমতা। দুর্গাকে আমরা ঊমা হিসাবে পুজো করি। সেখানে দাঁড়িয়ে দুর্গাপুজোকে নিয়ে এই ধরনের মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করে।”

এর মধ্যে শুক্রবার দুপুরে আসরে নামেন মমতার নন্দীগ্রামের প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। এক টুইটে অমিত মালব্যের টুইট রিটুইট করে তাঁর টিপ্পনী, “যখন কেউ আপনাকে সন্তুষ্ট করার জন্য ভগবানের স্তরে উন্নীত করার চেষ্টা করে এবং আপনি নীরব থাকেন, তা আসলে সম্মতির ইঙ্গিত দেয়। তার মানে হল আপনার অহংকার এমন পর্যায়ে পৌঁছেছে যে যেখানে বিবেকও আর জবাবদিহি করতে পারবে না।”

উল্লেখ্য, ভিআইপি রোডের বাগুইআটি সংলগ্ন নজরুল পার্ক উন্নয়ন সমিতি এবারের পুজোয় মুখ্যমন্ত্রীর মুখের আদলে এই দুর্গা প্রতিমা তৈরির উদ্যোগ নিয়েছে। এ নিয়ে উদ্যোক্তাদের দাবি, সরকার আমাদের জন্য একাধিক প্রকল্পের সুবিধা দুয়ারে হাজির করেছে। তৃতীয়বার সরকার গঠন করে দিদি প্রতিশ্রুতি রেখেছেন। দিদির অনুপ্রেরণায় তাই সাধারণ নাগরিক হিসাবে মাতৃরূপী মমতাকে তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে। তবে কোনও হিংসাত্মক রূপ দেওয়া হচ্ছে না প্রতিমায়। কোনও রকম ভাবেই বিরোধী পক্ষকে আক্রমণ করতে চান না উদ্যোক্তারা। পুজো আনন্দের। শাস্ত্র ও স্বাস্থ্য মেনেই এই পুজো হবে বলে জানান তাঁরা।

ফাইবারের তৈরি এই মূর্তিটি তৈরি করছেন কুমোরটুলির নামী শিল্পী মিন্টু পাল। ভিআইপি রোডের বাগুইআটি সংলগ্ন একটি ছোট্ট পুজোর ক্লাবের এই দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমাবে উৎসুক জনতা। নিশ্চিত উদ্যোক্তারা। কী ভাবে কোভিড বিধি ও বিরোধী পক্ষের সমালোচনার বন্যা সামলাবেন, আপাতত তাই নিয়েই চিন্তিত তাঁরা। শিল্পী মিন্টু পালের স্টুডিওতে এই অভিনব মূর্তি তৈরি হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যদিও সেই প্রতিমা তৈরি হওয়ার আগেই তা চলে এল রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। এখন দেখার তৃণমূল এ নিয়ে কী প্রতিক্রিয়া দেয়। আরও পড়ুন: TET মামলা: বোর্ড প্রেসিডেন্টকে পকেট থেকে মামলাকারীদের ২০ হাজার টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের