ছুটি পেলেন সুব্রত, এসএসকেএম থেকে সোজা গেলেন প্রেসিডেন্সি জেলে
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ অবশেষে ছাড়া পেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তবে ছাড়া পেলেও সরাসরি বাড়ি যেতে পারবেন না তিনি।
কলকাতা: গত ১৭ নারদ মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে বেশ কয়েকদিন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ অবশেষে ছাড়া পেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তবে ছাড়া পেলেও সরাসরি বাড়ি যেতে পারবেন না তিনি। প্রেসিডেন্সি জেলে যেতে হবে তাঁকে। সেখান থেকে কাগজপত্রে সইসাবুদ করে ছাড়পত্র পাওয়ার পরই বাড়ি ফিরে হাইকোর্টের নির্দেশানুযায়ী ‘গৃহবন্দি’ হতে পারবেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, আজ সকালেই সুব্রতর ডিসচার্জ ফর্মে সই করে দেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। সন্ধ্যাবেলা আরেকবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকেরা। তারপরই ছুটি দিতে সম্মত হন চিকিৎসকেরা। হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের করিডোর দিয়ে এ দিন হেঁটেই নেমে আসেন সুব্রত। এরপর গাড়িতে ওঠার সময় দুই আঙুল উঁচিয়ে ভিক্ট্ররি সাইন দেখান। সেখান থেকে বেরিয়ে তিনি চলে যান প্রেসিডেন্সি সংশোধনাগারে। জেল কর্তৃপক্ষের সবুজ সঙ্কেত মিললে তারপরই তিনি গড়িয়াহাটের বাড়িতে যেতে পারবেন বলে খবর।
আরও পড়ুন: পাণ্ডুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, প্রকৃতিকে ‘গেস’ করা গেলেও ‘ফেস’ করা কঠিন, বললেন মমতা
প্রসঙ্গত, এর আগে একপ্রকার জোর করেই ছুটি নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আজ ফিরলেন সুব্রত। এখনও হাসপাতালেই ভর্তি রয়েছেন তৃণমূলের আরেক নেতা মদন মিত্র। যদিও এ দিন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট থেকে সিবিআই নারদ মামলা প্রত্যাহার করে নিলেই পরিস্থিতি বদলাতে শুরু করে। হাসপাতালের জানলা থেকে পুজো দেন তিনি। ফলে আগামী এক-দু’দিনের মধ্যেই মদনও হাসপাতাল থেকে ছুটি পেয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: জামিনের জুজু দেখাতেই সুপ্রিম কোর্ট থেকে নারদ মামলা প্রত্যাহার করল সিবিআই