Sandeshkhali: ‘মেরে আঙুল ভেঙে দিয়েছে’, সুকান্তর সঙ্গে গাড়ির বনেটে দাঁড়ানো সেই নেত্রীর মারাত্মক অভিযোগ
Sandeshkhali: বুধবার টাকির ঘটনায় গ্রেফতার হন সিরিয়া পারভিন বিবি ও তথাগত ঘোষ। বৃহস্পতিবার তাঁদের বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে ঢোকার সময় দু'জনই বলেন, তাঁরা চক্রান্তের শিকরা। সিরিয়া পারভিন দাবি করেন, "তৃণমূলের নির্দেশে পুলিশ আমাদের ফাঁসিয়েছে। আমরা সুকান্ত মজুমদারকে পুলিশের হাত থেকে রক্ষা করছিলাম। তখন ধাক্কাধাক্কির জেরে মহিলা পুলিশ কর্মী এবং অন্যজন পড়ে যান।"
![Sandeshkhali: 'মেরে আঙুল ভেঙে দিয়েছে', সুকান্তর সঙ্গে গাড়ির বনেটে দাঁড়ানো সেই নেত্রীর মারাত্মক অভিযোগ Sandeshkhali: 'মেরে আঙুল ভেঙে দিয়েছে', সুকান্তর সঙ্গে গাড়ির বনেটে দাঁড়ানো সেই নেত্রীর মারাত্মক অভিযোগ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/02/large-image_parveen.jpg?w=1280)
কলকাতা: পুলিশের বিরুদ্ধে এবার মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী সিরিয়া পারভিন। বুধবার সুকান্ত মজুমদারের টাকিতে বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পড়ে গিয়ে আহত হন সুকান্ত। যে গাড়ির বনেটে সুকান্ত উঠেছিলেন, সেই গাড়ির বনেটে আচমকা উঠে পড়েন সিরিয়া পারভিনও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক মহিলা পুলিশ কর্মী পড়ে যান। সিরিয়ার দাবি, “আমরা সুকান্ত মজুমদারকে পুলিশের হাত থেকে রক্ষা করছিলাম। তখন ধাক্কাধাক্কির জেরে এক মহিলা পুলিশ কর্মী এবং অন্যজন পড়ে যান। আমাকে মারধর করা হয়েছে। হাতের আঙুল ভেঙে দেওয়া হয়েছে।”
বুধবার টাকির ঘটনায় গ্রেফতার হন সিরিয়া পারভিন বিবি ও তথাগত ঘোষ। বৃহস্পতিবার তাঁদের বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে ঢোকার সময় দু’জনই বলেন, তাঁরা চক্রান্তের শিকরা। সিরিয়া পারভিন দাবি করেন, “তৃণমূলের নির্দেশে পুলিশ আমাদের ফাঁসিয়েছে। আমরা সুকান্ত মজুমদারকে পুলিশের হাত থেকে রক্ষা করছিলাম। তখন ধাক্কাধাক্কির জেরে মহিলা পুলিশ কর্মী এবং অন্যজন পড়ে যান।”
প্রসঙ্গত, বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি সিরিয়া পারভিন। বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের ছেলে তথাগত ঘোষ। বুধবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের কাজে বাধা, পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় এই দু’জনকে।
![মানি প্ল্যান্টের কাছে তুলসী গাছ রেখেছেন? এ কাজ করলে কী হবে জানেন? মানি প্ল্যান্টের কাছে তুলসী গাছ রেখেছেন? এ কাজ করলে কী হবে জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Vastu-tips-can-we-keep-Tulsi-and-Money-Plant-together.jpg?w=670&ar=16:9)
![বিশ্বের ৭ অদ্ভুত রেকর্ড, যা শুনলে আপনিও বলবেন, 'এমনও হয়?' বিশ্বের ৭ অদ্ভুত রেকর্ড, যা শুনলে আপনিও বলবেন, 'এমনও হয়?'](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Richest-State-of-India-1.jpg?w=670&ar=16:9)
![মহারাষ্ট্রের কাছে বাচ্চা বাংলা সহ বাকি সব রাজ্য, কারণ জানলে চমকে উঠবেন মহারাষ্ট্রের কাছে বাচ্চা বাংলা সহ বাকি সব রাজ্য, কারণ জানলে চমকে উঠবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Richest-State-of-India.jpg?w=670&ar=16:9)
![না শুনেও এই ভাবে জানা যাবে কী আছে WhatsApp এর ভয়েস মেসেজে না শুনেও এই ভাবে জানা যাবে কী আছে WhatsApp এর ভয়েস মেসেজে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/How-to-know-what-is-in-the-voice-message-on-WhatsApp-without-play-it-know-about-new-feature-voice-transcripts.jpeg?w=670&ar=16:9)
![সাধারণের প্রবেশ নিষেধ, আমেরিকার AREA 51-এ দেখা মিলেছে এলিয়ানেরও? সাধারণের প্রবেশ নিষেধ, আমেরিকার AREA 51-এ দেখা মিলেছে এলিয়ানেরও?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/AREA-51.jpg?w=670&ar=16:9)
![বিড়াল রাস্তা কাটলে কি অমঙ্গল হয়? প্রেমানন্দ মহারাজ বললেন... বিড়াল রাস্তা কাটলে কি অমঙ্গল হয়? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Astro-myth-what-to-do-if-a-cat-crosses-your-path-know-from-Premanand-Maharaj.jpg?w=670&ar=16:9)