Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta on Sougata: ‘উনি বড় মাপের গুন্ডা… অধ্যাপক গুন্ডা’, সৌগতকে বেনজির আক্রমণ সুকান্তর

Sukanta Majumdar: বঙ্গ বিজেপির সভাপতি বলেন, "রাগ তো শুধু ওনাদের ছেলেদের আসে না। আমাদেরও রাগ হয়। যদি সবাই রাগ করে, তাহলে তো মুশকিল। তাহলে তো পৃথিবী থাকার যোগ্য থাকবে না। নাকের বদলা নাক, আর চোখের বদলা চোখ, এই নীতি নিয়ে তো ভারতে চলতে পারে না।"

Sukanta on Sougata: 'উনি বড় মাপের গুন্ডা... অধ্যাপক গুন্ডা', সৌগতকে বেনজির আক্রমণ সুকান্তর
সৌগতকে আক্রমণ সুকান্তর
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 7:42 PM

কলকাতা : বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বিগত কয়েকদিনে একাধিক বার বিস্ফোরক সেই মন্তব্য করেছেন। কখনও গায়ের চামড়া দিয়ে জুতো তৈরির হুঁশিয়ারি দিয়েছেন। কখনও আবার বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন, জুতোপেতা করার। সেই নিয়ে বহু চর্চাও হয়েছে রাজনৈতিক মহলে। শনিবার আবারও একবার বেলাগাম সৌগত রায়। এবার হুঁশিয়ারি, “তৃণমূলের সমালোচনা করলে পিঠে তাল পড়বে।” আর সৌগত বাবুর এমন মন্তব্যের পর পাল্টা দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে সৌগত বাবুর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার তৃণমূল সাংসদকে ‘অধ্যাপক গুন্ডা’ বলে আক্রমণ করেন।

বঙ্গ বিজেপির সভাপতি বলেন, “রাগ তো শুধু ওনাদের ছেলেদের আসে না। আমাদেরও রাগ হয়। যদি সবাই রাগ করে, তাহলে তো মুশকিল। তাহলে তো পৃথিবী থাকার যোগ্য থাকবে না। নাকের বদলা নাক, আর চোখের বদলা চোখ, এই নীতি নিয়ে তো ভারতে চলতে পারে না। ভারতে সংবিধান আছে। আইন কানুন আছে। সৌগত বাবুর বয়স হয়ে গিয়েছে। এখন তাঁর এইসব থেকে অবসর নেওয়া উচিত। আমরা জানি উনি বড় মাপের গুন্ডা ছিলেন। অধ্যাপক গুন্ডা। এখন এসব থেকে অবসর নেওয়া উচিত।”

এর পাশাপাশি বিভিন্ন জায়গায় তৃণমূলের বিভিন্ন নেতাদের যে জনরোষের মুখোমুখি হতে হচ্ছে, সেই প্রসঙ্গে সুকান্ত বাবু বলেন, “দুর্ভাগ্যের বিষয় এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু আমি তো বহু আগেই বলেছিলাম, এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় এমন বহু এজেন্ট ছড়িয়ে রয়েছে। সেই এজেন্টের প্রকারভেদও রয়েছে। কলেজের অধ্যাপক থেকে শুরু করে সাধারণ তৃণমূল কর্মী… সবাই এজেন্ট। আমারও লজ্জা লাগছে বলতে, আমি কলেজের অধ্যাপক।”

এছাড়া প্রাথমিক নিয়োগ জট সংক্রান্ত বিষয়েও রাজ্য সরকারকে একহাত নেন সুকান্ত মজুমদার। বিশেষ করে আগের জট না কাটিয়ে নতুন করে টেট নেওয়ার বিষয়ে তিনি বলেন, “আবার মামলা হবে। আবার ঝুলে যাবে। তৃণমূল চাইছেই তাই। কারণ চাকরি হলে মাইনে কোথা থেকে দেবে। মাইনে হলে ক্লাব, ৫০০ টাকা এগুলো তো সব বন্ধ হয়ে যাবে।”