ভবানীপুর নিয়ে আইনি পথ নাকি প্রার্থীর নামে সিলমোহর? শুভেন্দুর দিল্লি সফর ঘিরে জোর চর্চা

Suvendu Adhikari: রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বাকি। নির্বাচন কমিশন ৩০ সেপ্টেম্বর যে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে, তাতে এই পাঁচ কেন্দ্রের মধ্যে কেবল মাত্র একটিরই ভোট হবে।

ভবানীপুর নিয়ে আইনি পথ নাকি প্রার্থীর নামে সিলমোহর? শুভেন্দুর দিল্লি সফর ঘিরে জোর চর্চা
অলঙ্করণ - অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2021 | 9:54 AM

কলকাতা: গত দেড় দিন ধরে দিল্লিতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের জন্যই নন্দীগ্রামের বিধায়কের এই দিল্লি সফর। বুধবার এই দু’জনের কারও সঙ্গেই সাক্ষাৎ হয়নি শুভেন্দুর। সূত্রের খবর, বৃহস্পতিবার সাক্ষাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে সাক্ষাৎকারের বিষয়বস্তু কী হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

মঙ্গলবারই দিল্লিতে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের জন্য সময়ও চান তিনি। বুধবারও জল্পনা তৈরি হয়েছিল, এদিন শাহি-সাক্ষাৎ পেতে পারেন শুভেন্দু। যদিও দিনের শেষে তা বাস্তবায়িত হয়নি। কারণ, এদিন দিনভর টানা কর্মসূচিতে ব্যস্ত ছিলেন অমিত শাহ। সূত্রের দাবি, শুভেন্দু অধিকারীর বুধবারই দিল্লি থেকে কলকাতায় ফেরার টিকিট ছিল। কিন্তু তা তিনি বাতিল করেন। কারণ হিসাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার অমিত শাহের বাসভবনে এই ‘হেভিওয়েট’ সাক্ষাৎ হতে পারে।

কিন্তু কোন কোন বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে তা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে। এই মুহূর্তে নিঃসন্দেহে ‘ট্রেন্ডিং টপিক’ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। যে কেন্দ্রে শাসকদলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই কেন্দ্রে বিজেপির চমক থাকবে বলেই মনে করা হচ্ছে। এ ক্ষেত্রে চার থেকে পাঁচটি নামের একটি সম্ভাব্য তালিকাও উঠে এসেছে।

তিন পরিচিত রাজনীতিকের সঙ্গে তুলনামূলক রাজনীতিতে কম জনপ্রিয় একটি নাম এবং এক আনকোড়া মুখের কথাও ভেসে আসছে। সাংসদ দেবশ্রী চৌধুরীর নাম এই সম্ভাব্য তালিকায় যেমন ঘুরপাক খাচ্ছে, তেমনই কেউ কেউ বলছেন এবারের তালিকায় রয়েছেন তথাগত রায়। এ ছাড়া তালিকায় রয়েছেন একুশের ভোটে বোলপুরে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের অধিকর্তা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, প্রস্তাব করা হয়েছে প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের নামও। ভাসছে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম। সঙ্গে শোনা যাচ্ছে কাঁকুরগাছির শহিদ অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের নামও। যদিও এর সঙ্গেই আরও দু’টি নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। এক রুদ্রনীল ঘোষ, দুই তিস্তা বিশ্বাস।

শুভেন্দুর দিল্লি সফরে ভবানীপুর উপনির্বাচনে প্রার্থীর নামে যেমন সিলমোহর পড়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। একই সঙ্গে আবার এমনও সম্ভাবনা দেখছেন কেউ কেউ, এই উপনির্বাচন নিয়ে বিজেপির আইনি পথে যাওয়ার যে জল্পনা তৈরি হয়েছিল তা নিয়েও কথা হতে পারে অমিত শাহ-শুভেন্দু অধিকারীর।

রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বাকি। নির্বাচন কমিশন ৩০ সেপ্টেম্বর যে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে, তাতে এই পাঁচ কেন্দ্রের মধ্যে কেবল মাত্র একটিরই ভোট হবে। সেটি ভবানীপুর কেন্দ্র। যে কেন্দ্রে প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী। কেন কমিশন আলাদা করে ভবানীপুর নিয়ে এতটা ভাবনা চিন্তা করছে তা নিয়ে দু’জনের কথা হতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। যদিও সবটাই সম্ভাবনা ও জল্পনার স্তরে।

আরও পড়ুন: সাইকেলের চাকায় জড়াল দড়ি! অভিনব কায়দায় কেপমারি, লক্ষাধিক টাকা খোয়ালেন বৃদ্ধ