Suvendu Adhikari: পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দুর মুখে ‘সেটিং তত্ত্ব’, পাল্টা তোপ বাম-কংগ্রেস-তৃণমূলের
Suvendu Adhikari: তবে এই প্রথম নয়, প্রতিবারই নির্বাচনের আগে রাজনীতিবিদদের এই 'সেটিং তত্ত্ব' আক্ষরিক অর্থেই একটি পুরনো তত্ত্ব। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল একটু হলেও অস্বস্তি বাড়িয়েছে শাসক শিবিরের।
কলকাতা: “যত চুরির রায় দিচ্ছে হাইকোর্ট, তাঁদের কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি বাঁচাচ্ছেন। সেই কংগ্রেসের সঙ্গেই আবার জোট করেছে সিপিএম।” এক যোগে সিপিএম-কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর অন্যদিকেই, বিজেপি-তৃণমূল সেটিংয়ের অভিযোগ তুলেছে বাম-কংগ্রেস। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে নেতাদের মুখে উঠে আসছে সেটিং তত্ত্বের কথা। রবিবারই সোনারপুরের একটি সভায় যোগ দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন, “সেটিং অপোজিশন সিপিএম ‘১১-‘১৬ লড়েনি। সেটিং অপোজিশন কংগ্রেস ‘১৬-‘২১ লড়েনি।” তিনি অভিযোগ করেন, “যত চুরির বিরুদ্ধে হাইকোর্ট রায় দিচ্ছে, আর তাঁদেরকে কংগ্রেসের নেতা মনু সিংভি বাঁচাচ্ছেন। আর সেই কংগ্রেসের সঙ্গে জোট করেছে সিপিএম।” শুভেন্দু দাবি করেন, “নীচের তলার বহু সিপিএম বন্ধু আমাদের সঙ্গে এসে গিয়েছেন। একুশ সালে মানুষ রাজি ছিল মোদীজির হাতে রাজ্য তুলে দেওয়ার জন্য। সিপিএম ভোট বলেছে, নো ভোট টু বিজেপি। তারপর নিজের ভোট চেয়েছে। আজ সিপিএমের ভুলের জন্য ভোট কেটে সাতটা আসন আমাদের হারিয়েছে সিপিএম। বিরোধী ভোট ভাগ করেছে। আবারও বিরোধী ভোট ভাগ করতে পথে নেমেছে।”
পাল্টা বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং তত্ত্ব খাঁড়া করছে বাম-কংগ্রেস। এ প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, “কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। অপরাধীরা ধরা পড়ছেন। মাথায় যারা, তাদেরকে ছেড়ে রেখেই সিবিআই চলছে। এটা কিন্তু দিল্লির নির্দেশে তৃণমূলকে সাহায্য করা।”
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “শীর্ষ নেতাদের ডাকবে, একটু খোঁচাবে। ধরছি ধরছি করে একটা আওয়াজ উঠবে। দিদি-মোদীর লুকোচুরি খেলা।”
পাল্টা বামেদের সঙ্গে বিজেপির সেটিংয়ের তত্ত্ব খাঁড়া করেছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বামেদের ভোটেই বিজেপির বাড়বাড়ন্ত হয়েছিল। এখন বামেরা ঠিক করুক বড় বড় কথা বলার আগে, তারা ভোটটা কাকে দেবে? ভোটটা বিজেপিকে দেবে না নিজেদের কাছে রাখবে?” কুণালের আরও তত্ত্ব, “এই যে বামেদের মিটিং মিছিল হয়, সেখানে যে লোকগুলোকে দেখা যায়, তারাই তো ফিরে গিয়ে আবার পদ্ম ফুলে ভোট দেয়। ওরা হচ্ছে অ্যান্টি তৃণমূল। আর যাদের সবুজ সাথী, কন্যাশ্রীর প্রতি কৃতজ্ঞতা রয়েছে, তারা সরাসরি তৃণমূলকে ভোট দেয়।”
তবে এই প্রথম নয়, প্রতিবারই নির্বাচনের আগে রাজনীতিবিদদের এই ‘সেটিং তত্ত্ব’ আক্ষরিক অর্থেই একটি পুরনো তত্ত্ব। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল একটু হলেও অস্বস্তি বাড়িয়েছে শাসক শিবিরের। অন্তত তেমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। বাম-কংগ্রেসের জোটের ফ্যাক্টর এবার অন্যভাবে কাজে লাগাচ্ছে যুযুধান প্রতিপক্ষ তৃণমূল-বিজেপি।