Suvendu Adhikari: ‘শ্বেতপত্র প্রকাশ করা উচিত’, মমতার ‘সরকার পড়ে যাচ্ছিল’ মন্তব্যের প্রতিক্রিয়া শুভেন্দুর

Suvendu Adhikari: শুভেন্দুর দাবি করেন, মুখ্যমন্ত্রী যেন বিষয়টি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেন।

Suvendu Adhikari: 'শ্বেতপত্র প্রকাশ করা উচিত', মমতার 'সরকার পড়ে যাচ্ছিল' মন্তব্যের প্রতিক্রিয়া শুভেন্দুর
মমতা বনাম শুভেন্দু
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2023 | 12:03 AM

কলকাতা: সকালে বর্ধমানের সভা থেকে কেন্দ্রকে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। বিকেলে পাল্টা আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা। পূর্ব বর্ধমানের এক সরকারি অনুষ্ঠান থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘শেয়ার বাজারে যেভাবে ধস নেমেছিল, সরকার তো কালই পড়ে যাচ্ছিল।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য দেশবিরোধী বলে পাল্টা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার দাবি, অনেক অবিজেপি দল শাসিত রাজ্য সরকারও এই বাজেটকে সাধুবাদ জানিয়েছেন। উদাহরণ হিসেবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের প্রেস বিবৃতির কথাও তুলে ধরেন শুভেন্দু। এদিন সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন, ‘কেবলমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যারা বিজেপি বা প্রধানমন্ত্রীকে সহ্য করতে পারেন না, তাঁদের মতো মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া বাকি সকলেই এই বাজেটকে প্রশংসা করতে বাধ্য হবে।’

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী সরকার পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়া প্রসঙ্গে মন্তব্য করার সময়ে বলেন, ‘৬-৮ জনকে ফোন করে বলেছে টাকা দাও, মানে যাঁদের শেয়ার পড়ে যাচ্ছিল, তাঁদের দাও। কাউকে বলছে ২০ হাজার কোটি টাকা দাও, কাউকে বলেছে ২৯ হাজার কোটি টাকা দাও, কাউকে ১০ হাজার কোটি টাকা দাও, এই সব বলে সরকার আগলেছে… এই দিয়ে সরকার চলে?”

সেই নিয়ে এবার পাল্টা দিয়ে শুভেন্দু দাবি করেন, মুখ্যমন্ত্রী যেন বিষয়টি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেন। শুভেন্দু বলেন, ‘এই দাবি একেবারে আধারশূন্য। উনি এমন আলটপকা মন্তব্য সবসময় করে থাকেন। তবে উনি যদি সিরিয়াসলি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই মন্তব্য করে থাকেন, তাহলে ওই টাকা তাঁদের কোথায় ইনভেস্ট করতে বলা হয়েছিল, তার একটি শ্বেতপত্র প্রকাশ করা উচিত। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের সামনে এই ধরনের দেশবিরোধী কথা বলার থেকে বিরত থাকুন। সম্পূর্ণ দেশবিরোধী মন্তব্য।’

যদিও শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।