Trinamool Congress: দলের নির্বাচন কমিটি থেকে নাম বাদ পড়তেই তৃণমূল নেতৃত্বকে ‘খোঁচা’ চড়কাণ্ডের তারকের
Trinamool Congress: প্রসঙ্গত, দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী মালা রায়। কয়েকদিন আগেই ব্রিগেডের মঞ্চ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। জোরকদমে চলছে দেওয়াল লিখন, ভোট প্রচারে ঝাঁপিয়েছেন দলের কর্মীরা।
কলকাতা: কলকাতা দক্ষিণ লোকসভা নির্বাচন কমিটি থেকে নাম বাদ পড়ায় অভিমানী কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিং। দীর্ঘদিন নাম ছিল। কিন্তু এবার নাম বাদ দিয়ে দেওয়া হল। এমন কিছুজনের নাম রাখা হলো সেই কমিটিতে, যারা হয় অন্য দল থেকে এসে তৃণমূলে পদ পেয়েছেন, অথবা সদ্য মাত্র এই দলে কাজ করতে শুরু করেছেন। তাতেই বিস্ফোরক মন্তব্য করলেন তারক। ভোটের মুখে তা নিয়ে চর্চা শুরু শহরের রাজনৈতিক মহলের অন্দরে। তারক বলছেন, “আমি হয়তো যোগ্য নই। যাঁদের নাম দেওয়া হয়েছে, তাঁরা আমার থেকে অনেক বেশি যোগ্য মনে হয়। আমি হয়তো কাজ করতে পারিনি। আমি মেয়র পারিষদ হই অনেকেই চায়নি। কিন্তু আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এখন দলে নেতারা অনেক কিছু করছেন। আমাকে তারা যোগ্য মনে করেননি। তাই নাম রাখেননি।”
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটিতে স্থান পেয়েছেন সার্থক বন্দ্যোপাধ্যায়, চৈতালী চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়র মতো নেতারা। এর মধ্যে সার্থক দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের যুব সভাপতি। একুশের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলে যোগ দেন বাবুল। এদিকে তৃণমূলের জন্মলগ্ন থেকে বা কংগ্রেসের সময় থেকে এই কেন্দ্র যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতেন তখন থেকে কমিটিতে নাম ছিল তারক সিংয়ের। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতৃত্ব কেন এই নাম রাখল না তা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে।
এরইমধ্যে তারকের খোঁচায় অস্বস্তি তৈরি হয়েছে দলের অন্দরে। যদিও এ বিষয়ে শাসক দলের উপর তলার নেতাদের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী মালা রায়। কয়েকদিন আগেই ব্রিগেডের মঞ্চ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। জোরকদমে চলছে দেওয়াল লিখন, ভোট প্রচারে ঝাঁপিয়েছেন দলের কর্মীরা। এরইমধ্যে তারকের মন্তব্যে শুরু হয়েছে নতুন শোরগোল। প্রসঙ্গত, গত বছর ডেঙ্গি সচেতনতার প্রচারে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তারক। সপাটে চড় কষিয়েছিলেন এক সিকিউরিটি গার্ডকে। যা নিয়েও বিস্তর বিতর্ক হয়েছিল।