ফের খাস কলকাতায় যৌন নিগ্রহের শিকার নাবালিকা! এবার বাঁশদ্রোণী
চলতি বছরই ফেব্রুয়ারিতে কলকাতার জোড়াবাগানে ভয়ঙ্কর এক ঘটনা ঘটে। মামারবাড়িতে বেড়াতে এসে ন’বছরের একটি ছোট্ট মেয়ে রাস্তায় খেলার সময় হঠাৎই উধাও হয়ে যায়। পরদিন সকালে সকালে মামার বাড়ির পাশের বাড়ি থেকে উদ্ধার হয় তার গলা কাটা দেহ।
কলকাতা: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বাঁশদ্রোণী থানা এলাকার এক যুবকের বিরুদ্ধে। পেশায় রিকশাচালক ওই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পকসো আইনে ধৃতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার এক মহিলা বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, গত মঙ্গলবার এলাকারই এক রিকশা চালক তাঁর মেয়ের সঙ্গে অভব্য আচরণ করে। ছোট্ট ওই মেয়েটিকে যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন পুলিশের কাছে। ঘৃণ্য এই আচরণের শাস্তির দাবি করেন নির্যাতিতার মা।
অভিযোগের পরই অভিযুক্ত যুবকের খোঁজে বেরোয় পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই পুলিশের জেরার মুখে কৃতকর্মের কথা স্বীকারও করেছেন ওই যুবক। শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে।
বিভিন্ন জেলাতে এ ধরনের অভিযোগ প্রতি নিয়ত ওঠে। পাড়ার দাদা, কাকা কিংবা অতি পরিচিতের যৌন লালসার শিকার হতে হয় কিচ্ছু না বোঝা ছোট্ট ছোট্ট শিশু কন্যাকে। পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে, তদন্তও হয়, গ্রেফতারিও এড়ায় না অনেকের ক্ষেত্রেই। তবু আবারও একই ঘটনা ঘটে চলে। আর এ ধরনের ঘটনার হাত ধরেই মানুষের বিকৃত মানসিকতা আর সামাজিক অবক্ষয়ের চেহারাটা মূর্ত হয়ে ওঠে।
শুধু জেলা নয়, খাস কলকাতাতেও ইদানিং এ ধরনের অভিযোগ বাড়ছে। চলতি বছরই ফেব্রুয়ারিতে কলকাতার জোড়াবাগানে ভয়ঙ্কর এক ঘটনা ঘটে। মামারবাড়িতে বেড়াতে এসে ন’বছরের একটি ছোট্ট মেয়ে রাস্তায় খেলার সময় হঠাৎই উধাও হয়ে যায়। পরদিন সকালে সকালে মামার বাড়ির পাশের বাড়ি থেকে উদ্ধার হয় তার গলা কাটা দেহ। গলার নলি কাটা, পরণে কোনও পোশাক নেই। একরত্তি ওই মেয়ের এমন ভয়াবহ নৃশংস পরিণতিতে শিউরে ওঠে গোটা রাজ্য। তদন্তে নেমে হাড়হিম করা তথ্য উঠে আসে পুলিশের হাতে। তদন্তকারীরা জানতে পারেন, নৃশংসভাবে খুন করার আগে গণধর্ষণ করা হয়েছিল ওই নাবালিকাকে। পুলিশ, ফরেন্সিক টিম সকলেই নিজেদের মতো করে তদন্ত শুরু করে। অভিযুক্ত গ্রেফতারও হয়। জমা পড়ে চার্জশিটও।
তার কয়েক দিনের মধ্যেই রিজেন্ট পার্ক থানা এলাকায় একটি ক্লাবের মাঠে ভলিবল টুর্নামেন্ট চলাকালীন স্থানীয় এক চাল ব্যবসায়ীর বিরুদ্ধে এক নাবালিকার সঙ্গে অভব্যতা করার অভিযোগ ওঠে। এই নিয়ে তুলকালাম হয় এলাকায়। সংবাদমাধ্যমের উপর হামলারও অভিযোগ ওঠে ওই চাল ব্যবসায়ীর বিরুদ্ধে। কিছুদিন আগেই বিধাননগর কমিশনারেট এলাকায় এক নাবালিকা বাবা বিকৃত লালসার শিকার হয়। ১৫ বছরের নাবালিকার সঙ্গে দীর্ঘদিন ধরেই জোর করে বাবা শারীরিক সম্পর্ক স্থাপন করত বলে অভিযোগ ওঠে। বাবা মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মুখ বন্ধ করিয়ে রাখত বলেও অভিযোগ। সে ঘটনা বড় জোর সপ্তাহ দেড়েক আগের। এরই মধ্যে আবারও শহরে নাবালিকা নির্যাতনের অভিযোগ উঠল। আরও পড়ুন: ‘তিন চারটে বাচ্চা, স্বামী ঘরে, তবু আমার ছেলের সঙ্গে প্রেম করত! আজ ছেলেটাকে কুপিয়ে শেষ করে দিল…’