Calcutta High Court: টেট পরীক্ষায় ‘প্রশ্ন ভুল’ নিয়ে মামলা, হাইকোর্টের নির্দেশই মান্যতা পেল সুপ্রিম কোর্টে
Calcutta High Court: ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিকে টেটের প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ তুলেছিলেন চাকরি প্রার্থীদের একাংশ। মূল মামলাকারীদের বক্তব্য ছিল, ২০১৭ সালের টেটে ২৩টি প্রশ্ন ভুল ছিল। আর ২৪টি প্রশ্ন ভুল ছিল ২০২২ সালের টেট পরীক্ষায়।
কলকাতা: ২০২২ সালের প্রাথমিকের প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনেই প্রশ্ন ভুল খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠিত হবে বলে নির্দেশ দিল শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি ছিল। সেই বেঞ্চ হাইকোর্টের নির্দেশকেই মান্য়তা দিয়েছে।
প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ তুলে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় আদালত ভুল প্রশ্ন খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের বেঞ্চ এদিন প্রশ্ন তোলে, প্রশ্ন ভুলের জন্য গঠিত বিশেষ কমিটিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থাকলে অসুবিধা কীসের? শীর্ষ আদালতের ওই পর্যবেক্ষণের পরে মামলাকারীরা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। ওই মর্মে মামলাটিকে নিষ্পত্তি করে দেয় সুপ্রিম কোর্ট।
২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিকে টেটের প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ তুলেছিলেন চাকরি প্রার্থীদের একাংশ। মূল মামলাকারীদের বক্তব্য ছিল, ২০১৭ সালের টেটে ২৩টি প্রশ্ন ভুল ছিল। আর ২৪টি প্রশ্ন ভুল ছিল ২০২২ সালের টেট পরীক্ষায়। ওই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, প্রথম টেটের প্রশ্ন খতিয়ে দেখবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে পরের টেটের প্রশ্ন। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বদল হয়। ডিভিশন বেঞ্চ বলে, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত হবে ওই কমিটি। এরপরই শীর্ষ আদালতে মামলা হয়।