নামই জমা পড়েনি বিরোধীদের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের তিন চিকিৎসক-বিধায়ক স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কাউন্সিলে

WBUHS: দেখা গেল অন্য দল থেকে কোনও মনোনয়ন পত্র জমাই পড়েনি। অন্য কোনও বিধায়কও প্রতিদ্বন্দ্বিতা করেননি। শুধুমাত্র তৃণমূলের তিন বিধায়ক মনোনয়ন জমা দিয়েছিলেন।

নামই জমা পড়েনি বিরোধীদের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের তিন চিকিৎসক-বিধায়ক স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কাউন্সিলে
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 5:33 PM

প্রদীপ্তকান্তি ঘোষ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের  (WBUHS) জেনারেল কাউন্সিলে জায়গা পেলেন তৃণমূলের তিন বিধায়ক। তাঁদের নাম নির্মল মাজি, সুদীপ্ত রায় এবং প্রদীপ বর্মা। তিনজনই চিকিৎসক।

রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটির নাম জেনারেল কাউন্সিল। সেই কাউন্সিলে তিন জন বিধায়ক প্রতিনিধি হিসাবে থাকেন। তার জন্য নির্বাচন হয়। সেখান থেকে নির্বাচিতদের পাঠানো হয় জেনারেল কাউন্সিলের সদস্য হিসাবে।

Assembly

কিন্তু এবার দেখা গেল অন্য দল থেকে কোনও মনোনয়ন পত্র জমাই পড়েনি। অন্য কোনও বিধায়কও প্রতিদ্বন্দ্বিতা করেননি। শুধুমাত্র তৃণমূলের তিন বিধায়ক মনোনয়ন জমা দিয়েছিলেন। ফলে তৃণমূলের তিন বিধায়ক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাঁদের নাম পাঠানো হচ্ছে। এই তিনজনের মধ্যে একজন জেনারেল কাউন্সিলের একজিকিউটিভ কমিটির সদস্য হবেন।

আরও পড়ুন: কী দিয়ে তৈরি হয়েছিল ‘টিকা’? দেবাঞ্জনের অফিস থেকে উদ্ধার ভ্যাকসিন ভায়াল গেল নাইসেডে

রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের জেনারেল কাউন্সিলের অন্যতম সদস্য সুদীপ্ত রায় জানান, “বিরোধী কোনও দল থেকে জেনারেল কাউন্সিলের নির্বাচনে কোনওরকম মনোনয়ন জমা পড়েনি। বিধানসভায় আমরা তিনজন মনোয়নন জমা দিয়েছিলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জেনারেল কাউন্সিলের সদস্য হচ্ছি।”