TMC: ‘বিদ্রোহী’ মোনালিসার মান ভাঙালেন কুণাল, অনশন-অবস্থান তুললেন কাউন্সিলর

Monalisa TMC Councillor: কুণালের মধ্যস্থতায় অবস্থান প্রত্যাহার করলেন মোনালিসা। ভাঙলেন অনশনও। কুণাল ঘোষের হাত থেকে ওআরএস জল খেয়ে অনশন তোলেন 'বিদ্রোহী' মোনালিসা। অনশন-অবস্থান প্রত্যাহার করলেও, নিজের দাবি-দাওয়ার ক্ষেত্রে এখনও অনড় তৃণমূলের কাউন্সিলর।

TMC: 'বিদ্রোহী' মোনালিসার মান ভাঙালেন কুণাল, অনশন-অবস্থান তুললেন কাউন্সিলর
মোনালিসার অনশন ভাঙিয়েছিলেন কুণাল। ফাইল ছImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2024 | 4:38 PM

কলকাতা: প্রায় ১০০ ঘণ্টা পর অবস্থান প্রত্যাহার তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে কাজ করতে গিয়ে তাঁকে বাধার মুখে পড়তে হচ্ছিল বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরনিগমের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নিশানায় ছিলেন দলের একাংশ। অবশেষে ‘বিদ্রোহী’ কাউন্সিলরের মানভঞ্জনের ভূমিকায় তৃণমূল নেতার কুণাল ঘোষ। কুণালের মধ্যস্থতায় অবস্থান প্রত্যাহার করলেন মোনালিসা। ভাঙলেন অনশনও। কুণাল ঘোষের হাত থেকে ওআরএস জল খেয়ে অনশন তোলেন ‘বিদ্রোহী’ মোনালিসা। অনশন-অবস্থান প্রত্যাহার করলেও, নিজের দাবি-দাওয়ার ক্ষেত্রে এখনও অনড় তৃণমূলের কাউন্সিলর।

মোনালিসার বক্তব্য, সামনে ভোট। তাই ভোটারদের মধ্যে যাতে কোনওরকম দ্বিধা তৈরি না হয়, সেই জন্যই তিনি অনশন তুলে নিচ্ছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, দাবিদাওয়াগুলি থাকবে। ভোট মিটে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতে চান। আজ তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ সেখান থেকে ফোন করেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় সুদীপের সঙ্গে ফোনে কথা হয় মোনালিসারও। তৃণমূল কাউন্সিলের কথায়, ‘ইস্যুগুলি এখনও পুরোপুরি সমাধান হয়নি। কিছুটা নজরে আনা গিয়েছে। আমরা নির্বাচনটাকে যাতে ভালভাবে সম্পন্ন করতে পারি, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঞ্চটা এখনও থাকবে, কারণ ইস্যুগুলির এখনও সমাধান হয়নি। ভোটের পর ইস্যুগুলি নিয়ে আবার কথা হবে, সেই কারণে সত্যাগ্রহ মঞ্চটা থাকছে।’

কুণাল ঘোষও জানান, রাতে তাঁর সঙ্গে সুদীপবাবুর কথা হয়েছে। তৃণমূলের রাজ্য সম্পাদকের বক্তব্য, ‘মোনালিসার দাবি অস্বীকার করছি না। এখন ভোটের প্রক্রিয়া চলছে। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরন্তর প্রচার করে চলেছেন । সুদীপ ব্যানার্জি ৪৯ নম্বর ওয়ার্ড়ের স্টিয়ারিং কমিটির প্রেসিডেন্ট মোনালিসাকেই করবেন। পরশু সুদীপবাবুর প্রচার মোনালিসাই আয়োজন করবেন।’