Abhishek Banerjee: আমাকে দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে আগামী ২০০ বছর কেউ দুর্নীতি না করে: অভিষেক

Calcutta High Court: অভিষেক বললেন, 'আমাকে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে আগামী ২০০ বছর এভাবে কেউ দুর্নীতিতে যুক্ত না হতে পারে। আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করুন, আমাকে ফাঁসির মঞ্চে তুলুন।'

Abhishek Banerjee: আমাকে দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে আগামী ২০০ বছর কেউ দুর্নীতি না করে: অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 4:39 PM

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, বেঞ্চ বদলের পর হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চও সেই নির্দেশই বহাল রেখেছে। ইডি-সিবিআই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আর হাইকোর্টের এই নির্দেশের পর অভিষেকের মুখে আবারও ‘ফাঁসির মঞ্চের’ কথা। কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বললেন, ‘আমার বিরুদ্ধে অনেকে অনেক চেষ্টা করেছেন। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স… সবই তো আপনাদের (কেন্দ্রের) অধীনে রয়েছে। আমি তো বলেছি আমার বিরুদ্ধে কোনও তদন্তকারী সংস্থা লাগাতে হবে না। এক হাতে প্রমাণ দিন, আর একহাতে ফাঁসির মঞ্চ তৈরি করুন।’ এমন মন্তব্য অবশ্য অতীতেও একাধিকবার করেছেন অভিষেক। তবে এবার কেন্দ্রের উদ্দেশ্যে অভিষেকের পরামর্শ, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারলে, তা যেন দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করা হয়। তাঁর সংযোজন, ‘আমাকে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে আগামী ২০০ বছর এভাবে কেউ দুর্নীতিতে যুক্ত না হতে পারে। আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করুন, আমাকে ফাঁসির মঞ্চে তুলুন।’

এদিন আদালতের নির্দেশের পর অভিষেক বলেন, ‘যদি কেউ ভাবে ইডি-সিবিআই লাগিয়ে আমাকে ধমকাবে-চমকাবে… আমি ভারতের একমাত্র লোক যে সরাসরি টিভি পর্দার সামনে বলছি, আমার বিরুদ্ধে যদি কোনও প্রমাণ থাকে, আমাকে ফাঁসিতে তুলুন। ভারতের কোনও নেতা একথা বলতে পারবে না। আমি একই কথা কয়লাতে বলেছিলাম। আমি আবারও একই কথা বলছি… কয়লা-গরু-এসএসসি-সারদা-নারদা, বা ভবিষ্যতেও যদি কোনও ইডি-সিবিআই তদন্তে আমার বিরুদ্ধে যোগসাজশ পাওয়া যায়, তাহলে আমাকে ফাঁসিতে তুলুন।’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, আদালতের নির্দেশের পর তিনি একেবারের ভীত-সন্ত্রস্ত নন। আদালতের এই নির্দেশের জন্য তাঁর নবজোয়ার যাত্রার উপরে কোনও প্রভাব পড়বে না বলেও দাবি অভিষেকের। বললেন, ‘যদি কেউ মনে করে এতে আমি ভীত-সন্ত্রস্ত হব বা নবজোয়ার যাত্রা থমকে যাবে… তাঁদের উদ্দেশে বলি নবজোয়ার যাত্রা থমকাবে না। এটা গণতন্ত্র। একনায়কতন্ত্র নয়। যদি কেউ মনে করে গায়ের জোর প্রয়োগ করে থমকে দেবে, সে মূর্খের স্বর্গে বাস করছে।’ অভিষেকের বক্তব্য, আগামী দিনে যদি তদন্তের স্বার্থে কোনও তদন্তকারী সংস্থা তাঁকে ডাকে, তাহলে তিনি পূর্ণ সহযোগিতা করবেন। এর জন্য প্রয়োজনে তাঁর জনসংযোগ যাত্রা একদিনের জন্য বন্ধ রাখতে হতে পারে বলেও এদিন জানালেন অভিষেক। তবে একইসঙ্গে বললেন, ‘আমার কাছে সুপ্রিম কোর্ট ও ডিভিশন বেঞ্চের রাস্তা খোলা রয়েছে। দেশের নাগরিক হিসেবে আমার কাছে এই অপশনগুলি খোলা রয়েছে, দরজাগুলি খোলা রয়েছে।’