Abhishek Banerjee: বাবা-মা-স্ত্রীকে ED-র তলব নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন তৃণমূলের ‘সেনাপতি’?
Abhishek Banerjee: ইডির তলবের এই বিষয়টি নিয়ে যে তিনি একেবারেই ভাবিত নন, সেই কথা বুধবার বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ ফের একবার চ্যালেঞ্জ জানিয়েছে তদন্তকারী সংস্থার উদ্দেশে। বললেন, "আমি তো বলছি, আমার বিরুদ্ধে কিছু থাকলে আদালতে জমা দিন।"
কলকাতা: নিয়োগ মামলায় ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, ৯ অক্টোবর তাঁকে ডাকা হয়েছে। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্যায়কেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে বলে খবর। নিয়োগ মামলায় এই প্রথম ডাক পড়ল অভিষেক-জায়ার। শুধু তাই নয়, চলতি সপ্তাহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে। সূত্রের খবর, ৬ ও ৭ অক্টোবর অভিষেকের মা-বাবাকে ডেকে পাঠানো হয়েছে। বুধবার কলকাতায় ফিরেই ইডির তলব নিয়ে মুখ খুললেন অভিষেক।
আজ কলকাতা বিমানবন্দর চত্বরে অভিষেককে ইডির তলবের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাকে ইডি সমন পাঠিয়েছে। যা উত্তর দেওয়ার, তা ইডিকে দিয়ে দেব। আর আমার পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতেই পাবেন। আমি তো কোথাও যাচ্ছি না। আর এটা বিচারাধীন। তাই আমার পরবর্তী পদক্ষেপ আমি সংবাদমাধ্যমকে বলব না।” তবে ইডির তলবের এই বিষয়টি নিয়ে যে তিনি একেবারেই ভাবিত নন, সেই কথাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ ফের একবার চ্যালেঞ্জ জানিয়েছে তদন্তকারী সংস্থার উদ্দেশে। বললেন, “আমি তো বলছি, আমার বিরুদ্ধে কিছু থাকলে আদালতে জমা দিন।”
পরিবারের সদস্যদের ডেকে পাঠানো নিয়েও এদিন মুখ খুললেন তিনি। অভিষেকের বক্তব্য, “আমার পরিবারকে আগেও ডাকা হয়েছে। আমাকে, আমার স্ত্রী ও শ্যালিকাকে অন্য মামলাতেও ডাকা হয়েছে। অন্য মামলায় রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিছু করতে পারছে না। তাই এবার আবার অন্য মামলায় ট্যাগ করছে।” পরিবারকে ডেকে পাঠানোর পিছনে বিজেপির রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও সন্দেহ করছেন তিনি। তবে একইসঙ্গে এও হুঙ্কার দিয়ে রাখলেন যে তাঁর মা-বাবা কিংবা স্ত্রীকে ডেকে তাঁকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখা যাবে না। বললেন, “আমার গলা কেটে দিলেও জয় বাংলা ধ্বনিই বেরোবে।”