Sheikh Shahjahan: শাহজাহানকে ঘিরতে শুরু করেছে ইডি, কোন পথে এগোচ্ছে জানেন?
ED: সোমবারই অরুণ সেনগুপ্তর মেয়ে ইডির দফতরে গিয়েছিলেন। সূত্রের খবর, বেশ কিছু নথি নিয়ে সোমবার তদন্তকারী সংস্থার দফতরে যান অরুণ-কন্যা। এরপরই এদিন যান অরুণ নিজে। আমদানি-রফতানির সংস্থা রয়েছে তাঁরও। চিংড়ি মাছের আমদানি-রফতানি সংক্রান্ত কাজ করে তাঁর সংস্থা।
কলকাতা: শেখ শাহজাহানকে নতুন করে ঘেরার প্রক্রিয়া শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শাহজাহান ঘনিষ্ঠ বিরাটির ব্যবসায়ী অরুণ সেনগুপ্তকে হাজির হলেন ইডির দফতরে। সোমবারই তাঁর মেয়ে এসেছিলেন আইনজীবীকে সঙ্গে নিয়ে। অন্যদিকে বিজয়গড়ের ব্যবসায়ী অরূপ সোমও মঙ্গলবার ইডি দফতরে যান। সূত্রের খবর, অরূপ সোম প্রাক্তন রেল কর্মী। বর্তমানে মাছের আমদানি রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত। এদিন সাড়ে ১১টায় ইডি দফতরে ঢোকেন অরূপ।
সোমবারই অরুণ সেনগুপ্তর মেয়ে ইডির দফতরে গিয়েছিলেন। সূত্রের খবর, বেশ কিছু নথি নিয়ে সোমবার তদন্তকারী সংস্থার দফতরে যান অরুণ-কন্যা। এরপরই এদিন যান অরুণ নিজে। আমদানি-রফতানির সংস্থা রয়েছে তাঁরও। চিংড়ি মাছের আমদানি-রফতানি সংক্রান্ত কাজ করে তাঁর সংস্থা।
শেখ শাহজাহান সম্পর্কে দ্বিতীয় যে ইসিআইআর হয়েছে, মূলত তা অরুণ সেনগুপ্তের সংস্থার একটি পুরনো এফআইআরের ভিত্তিতে। অরুণ সেনগুপ্ত সি ফুড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনেরও সদস্য। ইডি সূত্রে খবর, শেখ শাহজাহানের সঙ্গে অরুণ সেনগুপ্তের সংস্থার লেনদেন সংক্রান্ত যোগ ছিল। একইভাবে অরূপ সোমও ইডির স্ক্যানারে। অর্থাৎ ইডি আর্থিকক্ষেত্র ধরে এবার ঘেরার চেষ্টা করছে শাহজাহানকে।