TMC: আর সব বিষয়ে কথা বলবেন না কুণালরা, দায়িত্ব ভাগ করে দিলেন মমতা

TMC: কালীঘাটে কর্মসমিতির বৈঠক শেষ হওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্য সামনে আনলেন সেই তালিকা। মুখপাত্ররা এবার থেকে আর সব বিষয়ে কথা বলবেন না, থাকবে নির্দিষ্ট ভাগ।

TMC: আর সব বিষয়ে কথা বলবেন না কুণালরা, দায়িত্ব ভাগ করে দিলেন মমতা
তৃণমূলের মুখপাত্রদের তালিকাImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2024 | 7:43 PM

কলকাতা: সদ্য উপ নির্বাচনে ৬-এ ছয় পেয়েছে তৃণমূল। আজ সোমবার কালীঘাটের বৈঠকে তাই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ২৬-এর জন্য দলকে প্রস্তুত করতে শুরু করে দিলেন মমতা। এতটুকু ভুল অনেক বড় সর্বনাশ করতে দিতে পারে। তাই এবার দায়িত্ব ভাগ করে দিলেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাটে কর্মসমিতির বৈঠক শেষ হওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্য সামনে আনলেন সেই তালিকা। মুখপাত্ররা এবার থেকে আর সব বিষয়ে কথা বলবেন না, থাকবে নির্দিষ্ট ভাগ।

দিল্লির রাজনীতি সংক্রান্ত বিষয়ে কথা বলবেন- অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, কীর্তি আজাদ, ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার ও সুস্মিতা দেব।

অর্থনীতি বিষয়ক মুখপাত্র– অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য।

শিল্প বিষয়ক মুখপাত্র- শশী, পাঁজা ও পার্থ ভৌমিক।

উত্তরবঙ্গ সম্পর্কে বলবেন- গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বরাইক।

ঝাড়গ্রাম সম্পর্কে কথা বলবেন, বীরবাহা হাঁসদা।

চা বাগানের বিষয়ে প্রশ্নের উত্তর দেবেন, মলয় ঘটক।

বিধানসভা সংক্রান্ত কোনও ইস্যুতে জনসমক্ষে কথা বলবেন, শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, মানস ভুঁইঞা, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, শশী পাঁজা ও সুমন কাঞ্জীলাল।

তবে সার্বিকভাবে সংবাদমাধ্যমে কে, কোথায় কথা বলবেন, সেই তালিকা এখনও প্রকাশ করা হয়নি।