Madan Mitra: সিবিআই তল্লাশির পরই রাজভবনের সামনে দলের ধরনামঞ্চে মদন

TMC Dharna: রবিবার সকালে মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর আধিকারিকরা। তাঁর বাড়ি ঘিরে ফেলেছিলেন সিআরপিএফ জওয়ানরা। বাড়ির দরজা পুরো বন্ধ করে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। সিবিআই তল্লাশি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে কিছুই পায়নি সিবিআই।

Madan Mitra: সিবিআই তল্লাশির পরই রাজভবনের সামনে দলের ধরনামঞ্চে মদন
তৃণমূলের ধরনা মঞ্চে মদনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 5:40 PM

কলকাতা: প্রায় দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা সিবিআই তল্লাশির মুখোমুখি হওয়ার পর রাজভবনের কাছে তৃণমূলের ধরনামঞ্চে এলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। রবিবার বিকালে ধরনামঞ্চে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। দলের সেকেন্ড ইন কম্যান্ডের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে। তার পর অভিষেকও কিছু বলেছেন মদনকে। মদন যখন রাজভবনের অদূরে ধরনামঞ্চে আসেন, তখন মঞ্চের নীচে ছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তাঁর সঙ্গেও কথা বলতে দেখা যায় মদনকে। সিবিআই তল্লাশির মোকাবিলা করেই মদনের সোজা ধরনামঞ্চে আসার মধ্যে রাজনৈতিক তাৎপর্য খুঁজছে বিশেষজ্ঞ মহল।

ধরনা মঞ্চে মদন ও অভিষেকের কথা

রবিবার সকালে মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর আধিকারিকরা। তাঁর বাড়ি ঘিরে ফেলেছিলেন সিআরপিএফ জওয়ানরা। বাড়ির দরজা পুরো বন্ধ করে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। সিবিআই তল্লাশি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে কিছুই পায়নি সিবিআই। কোনও কিছুই বাজেয়াপ্ত করেনি। তাঁর অভিনীত ও লাভলি সিনেমা সিবিআই আধিকারিকরা দেখেছেন কি না, সে কথাও তিনি জিজ্ঞাসা করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। এর পরই মদনকে দেখা গেল তৃণমূলের ধরনামঞ্চে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই অভিযানের পরই রাজভবনে মিছিল করে যান তৃণমূলের নেতারা। কিন্তু রাজ্যপাল সিভি বোসের দেখা না পেয়ে অভিষেকের নেতৃত্বে ধরনা শুরু করেন রাজভবনের কাছেই। রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়া পর্যন্তে ধরনা চালিয়ে যাওয়ার ঘোষণা শোনা গিয়েছে অভিষেকের গলায়। সেই মঞ্চেই পৌঁছে গেলেন মদন। কথা বললেন অভিষেকের সঙ্গে। প্রাকৃতিক বিপর্যয় পরিস্থিতিতে উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যপাল। রবিবার সন্ধ্যাতেই তিনি কলকাতা ফিরতে পারেন বলে রাজভবন সূত্রে জানা যাচ্ছে।