Tapash Roy: মদনের পর তাপস! মন্ত্রীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক
Tapash Roy: প্রবীণ বিধায়কের দাবি, বহু অযোগ্য লোক দলের বড়-বড় পদে রয়েছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও মন্ত্রী পদ পাননি তিনি।
কলকাতা: এসএসকেএমে (SSKM) রোগী ভর্তি করাতে না পেরে ‘অগ্নিশর্মা’ মদন মিত্রের (Madan Mitra) গলায় শোনা গিয়েছে বাম সরকারের প্রশংসা। শোনা গিয়েছে পিজির ‘বেহাল পরিকাঠামো’র কথাও। এমনকী পিজির ডিরেক্টরের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সঙ্গে দলনেত্রীকে নিয়েও মদন-বাণও ধেয়ে এসেছে শনিবার। প্রয়োজনে বিধায়ক পদ ছাড়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আর মদন মিত্রর পর এবার বেসুরো তৃণমূল বিধায়ক তাপস রায়। যোগ্যতা নিয়ে বিতর্ক উস্কে দিলেন তিনি। রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে মহিলা তৃণমূল কংগ্রেসের সভায় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে খবর ছড়িয়ে পড়ে। প্রবীণ বিধায়কের দাবি, বহু অযোগ্য লোক দলের বড়-বড় পদে রয়েছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও মন্ত্রী পদ পাননি তিনি।
এ দিন টিভি ৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার কথার অপব্যাখ্যা হচ্ছে। আমি বলেছি মন্ত্রিসভা বা দলের পদে কাস্ট, জেলা এরকম অনেক ডিভিশন থাকে। সব সময় সব যোগ্য লোককে করা যায় না। আমি বোধহয় দলে প্রথম নতুন প্রজন্মকে সামনে আনার কথা বলেছি। ওদের জন্য জায়গা ছাড়ার কথা বলেছি। এ নিয়ে ক্ষোভ নেই। আর দলকে অস্বস্তিতে ফেলতে বা বেসুরো কোনও কথা আমি এখনও পর্যন্ত বলিনি।”
গতকালের সভা থেকে বিধায়ক তাপস রায় বলেন, “দল সমস্ত দিক থেকে নজর রাখছে। সকলে তো স্থান পাবে না। যেমন আমার মন্ত্রিসভায় স্থান হয়নি। কেউ দেখেছেন কখনও আমার দায়িত্ববোধ এবং অভিজ্ঞতার অভাব রয়েছে? দলকে সময় দিইনি দেখছেন কখনও? আমার থেকে বহু যারা যোগ্যতায় ধারের কাছে নেই তারা সকলে মন্ত্রী হয়েছেন। কী হয়েছে তাতে?” তাপসবাবুর এহেন মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে তৃণমূল।
সম্প্রতি রোগী ভর্তি নিয়ে নিজের সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন মদন মিত্র। মমতার বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুলিশ ডিপার্টমেন্টকে নিয়েও চাঁচাছোলা ভাষায় ভর্ৎসনা করেন মদন। যা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। তড়ঘড়ি মদনের সঙ্গে বৈঠকে করে ‘ক্লোজড চ্যাপ্টা’ বলে আখ্যা করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেই রেশ কাটতে না কাটতেই বেসুরো হয়ে উঠলেন আর এক প্রবীণ নেতা তাপস রায়।
এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখাপাত্র কুণাল ঘোষ বলেন, “তাপস রায় বলতে চেয়েছেন মন্ত্রীসভা গঠনের সময় অনেক কিছু মাথায় রেখে গঠন করতে হয়। অনেক যোগ্য লোক বাইরে থাকে। এটা মাধ্যমিকের টপ টেন এর মতো না।”