Vehicle: সকাল ৬টার পর শহরে আর ভারী পণ্যবাহী যান চলাচল নয়, নয়া নির্দেশিকা জারি কলকাতার নগরপালের
Vehicle: পণ্যবাহী যান চলাচলে অবশ্য কিছুক্ষেত্রে নিয়মের শিথিলতা থাকবে। অত্যাবশ্যকীয় পণ্য ও দ্রুত নষ্ট হয়ে যায় এমন জিনিসের ক্ষেত্রে মিলবে ছাড়। এলপিজি
কলকাতা: বেহালায় ছাত্রমৃত্যু কিংবা উলুবেড়িয়ায় দুই অধ্যাপিকার মৃত্যু। বারবার বুঝিয়ে দিচ্ছে পথের নিরাপত্তা কতটা ঠুনকো। এরইমধ্যে কলকাতায় ভারী যান চলাচল নিয়ে বিজ্ঞপ্তি জারি করলেন কলকাতার নগরপাল। পুলিশ কমিশনার বিনীত গোয়েল সোমবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন। সকাল ৬টার পর থেকে শহরে আর ভারী পণ্যবাহীন গাড়ি চলাচল করতে পারবে না। আগে সকাল ৮টা অবধি এই অনুমতি ছিল।
যেখানে বলা হয়েছে, ভারী পণ্যবাহী যান ও মাঝারি পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট যে সময়সীমা, তা মেনে চলতে হবে। ভোর ৬টা থেকে রাত ১০টা অবধি ভারী পণ্যবাহী যান ও মাঝারি পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে। যদিও বন্দর এলাকার ক্ষেত্রে এই নিয়মে ছাড় রয়েছে।
তবে পণ্যবাহী যান চলাচলে অবশ্য কিছুক্ষেত্রে নিয়মের শিথিলতা থাকবে। অত্যাবশ্যকীয় পণ্য ও দ্রুত নষ্ট হয়ে যায় এমন জিনিসের ক্ষেত্রে মিলবে ছাড়। এলপিজি, পিওএল, অক্সিজেন, দুধ, ওষুধ, সবজি, ফল প্রভৃতির ক্ষেত্রে ১০টা থেকে সকাল ৮টা ও দুপুর ১২টা থেকে বিকেল ৪টে অবধি যাতায়াতের অনুমতি রয়েছে। অন্যদিকে হালকা পণ্যবাহী গাড়ি কলকাতায় চলাচলের সময়সীমা দুপুর ১২টা থেকে বিকেল ৪টে ও রাত ১০টা থেকে সকাল ৬টা।