Weather Update: তুমুল বর্ষণ আর হাওয়ার দাপট; আজ দিনভর ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি

Weather Update: উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে শুরু করেছে।

Weather Update: তুমুল বর্ষণ আর হাওয়ার দাপট; আজ দিনভর ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি
বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 9:12 AM

কলকাতা: সোমবার রাতভরই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা-সহ শহরতলিতে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের তিন জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায়।

কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। ঝিরি ঝিরি বৃষ্টিও হয়েছে। দিনভরই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মহানগরে। তাপমাত্রাও কমবে কিছুটা। মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৭ শতাংশ। ১৫.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেও বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হবে দিনভর। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।

হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে মৌসুমী অক্ষরেখা। ভাগলপুর, মালদহের উপর দিয়ে মণিপুর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে শুরু করেছে।