Train Cancellation: গোটা মার্চ মাস হাওড়া শাখায় চলবে না ১৪টি লোকাল, বাতিলের তালিকায় কোন-কোন ট্রেন?

Howrah Train cancel: পূর্ব রেল কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লিলুয়া-বর্ধমান লাইনে হাই স্পিড ট্রেন চলাচলের জন্য রেললাইনে সংস্কারের কাজ চলবে।

Train Cancellation: গোটা মার্চ মাস হাওড়া শাখায় চলবে না ১৪টি লোকাল, বাতিলের তালিকায় কোন-কোন ট্রেন?
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 9:10 AM

কলকাতা: মার্চের শুরুতেই ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। হাওড়া শাখায় লিলুয়া বর্ধমান রেল লাইনে মেরামতির জন্য বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল ট্রেন। মোট ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্র মারফত খবর মিলেছে। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।

পূর্ব রেল কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লিলুয়া-বর্ধমান লাইনে হাই স্পিড ট্রেন চলাচলের জন্য রেললাইনে সংস্কারের কাজ চলবে। উন্নতমানের ওভারহেড যন্ত্রপাতিও বসানো হবে। সেই কারণে চলতি মাসের (মার্চ) প্রথম দিন থেকে এই লাইনে বিদ্যুৎ সরবরাহ ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। গোটা মার্চ মাসেই চলবে না উক্ত ১৪টি লোকাল ট্রেন।

কোন কোন ট্রেন বাতিল?

রেল সূত্রে খবর, হাওড়া থেকে ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এবং ৩৬০৮৫ লোকাল ট্রেন বাতিল করা রয়েছে। বর্ধমান থেকে ৩৭৮৩৪ ও ৩৭৮৪০ দু’টি লোকাল বাতিল করা হয়েছে। পাণ্ডুয়া থেকে রওনা দেওয়া ৩৭৬১৪ ট্রেনটি বাতিল হয় হয়েছে। এ ছাড়াও বাতিলের এই তালিকায় রয়েছে তারকেশ্বর (৩৭৩৫৪), গুড়াপ (৩৬০৭২), শ্রীরামপুর (৩৭০১২) এবং মশাগ্রাম (৩৬০৮৬) থেকে ১টি করে লোকাল ট্রেন।