Abhishek Banerjee: রাষ্ট্রপতির কাছে বড়সড় ‘নালিশ’ করতে পারে তৃণমূল, ইঙ্গিত অভিষেকের

Abhishek Banerjee: উনিশের লোকসভা ভোটে জলপাইগুড়িতে জিতেছিল বিজেপি। পরবর্তী সময়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে চারটি আসন পায় বিজেপি। তৃণমূল তিনটি। সম্প্রতি ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল। জেতেন নির্মল চন্দ্র রায়।

Abhishek Banerjee: রাষ্ট্রপতির কাছে বড়সড় ‘নালিশ’ করতে পারে তৃণমূল, ইঙ্গিত অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায় Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2024 | 9:53 PM

কলকাতা: উত্তরবঙ্গের ঘূর্ণিঝড় দুর্গতদের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোজা কথায়, উত্তরবঙ্গের রাজনৈতিক জমি উদ্ধারে আবাসকে হাতিয়ার করতে চলেছে তৃণমূল। এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরির টাকা দিতে চায় রাজ্য। বাধ সাধছে নির্বাচন কমিশন। অথচ অসমে বিহু উৎসবে টাকা দিচ্ছে সেই রাজ্যের সরকার। নির্বাচন বিধিতে তা আটকাচ্ছে না। জলপাইগুড়ি সফরের আগে এই মর্মে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবার ধূপগুড়ি যাচ্ছেন অভিষেক। সেখানে সভা করার পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৬০০ পরিবারের সঙ্গে দেখা করারও কথা রয়েছে তাঁর। আলাদা বৈঠকও করতে পারেন তিনি। রাজ্য ঘর বানানোর টাকা দিতে চাইলেও নির্বাচন কমিশন দিতে দিচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ কথা তুলে ধরেই ভোটের মুখে পরোক্ষে বিজেপি তথা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের উপর চাপ বাড়তে চাইছেন অভিষেক। প্রয়োজনে এ নিয়ে রাষ্ট্রপতির কাছেও যেতে চাইছেন তাঁরা। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার পর নিজেই এ কথা জানান অভিষেক। 

উনিশের লোকসভা ভোটে জলপাইগুড়িতে জিতেছিল বিজেপি। পরবর্তী সময়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে চারটি আসন পায় বিজেপি। তৃণমূল তিনটি। সম্প্রতি ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল। জেতেন নির্মল চন্দ্র রায়। সেই জয়ী বিধায়ককেই তৃণমূল লোকসভায় প্রার্থী করেছে। সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গে গেলেও কেন ঝড়ে ক্ষতিগ্রস্তদের  নিয়ে কোনও কথা বললেন না সেই কথাও রাজনৈতিকভাবে তুলে ধরতে চাই ঘাসফুল শিবির।