Kunal vs Suvendu: শুভেন্দুর মুখে ‘ED-কে সাড়ে তিন কোটির’ খোঁচা, কুণাল বললেন, ‘কলকাতায় বসেই দিয়েছি’

TMC vs BJP: শুভেন্দুর দাবি, সাড়ে তিন কোটি টাকার বেশি ইডিকে ফেরত দিয়েছেন কুণাল। শুনে তৃণমূলের রাজ্য সম্পাদক বললেন...

Kunal vs Suvendu: শুভেন্দুর মুখে 'ED-কে সাড়ে তিন কোটির' খোঁচা, কুণাল বললেন, 'কলকাতায় বসেই দিয়েছি'
কুণাল ঘোষ বনাম শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2022 | 12:43 AM

কলকাতা: সাড়ে তিন কোটি টাকার বেশি ইডিকে ফেরত দিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের তরফে পূর্ব মেদিনীপুর জেলায় বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে। সূত্রের খবর, দলের জেলাস্তরে সমন্বয় সাধনের কাজ দেওয়া হয়েছে তাঁকে। আর এই পূর্ব মেদিনীপুর জেলা হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক। অধিকারীদের দুর্গে কুণাল ঘোষের এই আগমন প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই রকম একজন নিকৃষ্টমানের লোক, যাঁর মুখ অবিলম্বে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত। একটা লোক চুরির দায়ে সাড়ে তিন বছর জেলে ছিল। সাড়ে তিন কোটি টাকার বেশি ইডিকে ফেরত দিয়েছে। প্রতিষ্ঠিত চোর। তাঁর সম্পর্কে কেন বলান আমাকে?”

ইডিকে টাকা ফেরত দেওয়ার বিষয়ে শুভেন্দু অধিকারীর এই খোঁচা প্রসঙ্গে টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল কুণাল ঘোষের সঙ্গে। তিনি অবশ্য পাল্টা বলেন, “দিল্লিতে গিয়ে দেব কেন? আমি আমার মাইনের টাকা, এমনকী বিজ্ঞাপনের টাকা পর্যন্ত দিয়ে দিয়েছি ইডিকে। এর মধ্যে কোনও গোপনীয়তা নেই। এমনকী ইডিকে আমার এটাও বলা আছে, আমি মামলা জিতলে, এই টাকা আমি আবার ক্লেম করব। এই টাকা আমি তো দিয়েছি। কলকাতায় বসে দিয়েছি। দিল্লিতে যাব কেন? শুভেন্দু যদি টাকা ফেরত দেওয়ার জন্য আমার বিরুদ্ধে কথা বলে, তাহলে মিঠুন চক্রবর্তীকেও তো ওকে বলতে হবে। মিঠুন চক্রবর্তীও তো রোজভ্যালির থেকে যে টাকা নিয়েছিল, সেই টাকা ফেরত দিয়েছিল। তাহলে মিঠুন চক্রবর্তীকেও বলুক। আসলে অঙ্গ প্রত্যঙ্গে অত্যন্ত ব্যথা ভরেছে। আমি গিয়েছি তো, এতে অঙ্গ প্রত্যঙ্গে অত্যন্ত ব্যথা ধরেছে।”

মোটের উপর আপাতত কুণাল ঘোষের পূর্ব মেদিনীপুর যাওয়াকে কেন্দ্র করে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। ক্রমেই তপ্ত হয়ে উঠছে রাজনীতির বাতাবরণ। চলছে আক্রমণ, প্রতি আক্রমণের পালা। এখন দেখার আগামী দিনে পূর্ব মেদিনীপুরে রাজনীতির হাওয়া কোন দিকে বয়।