Udayan Guha On Nisith Pramanik: নিশীথের কোন ক্যাচ খপাৎ করে ধরলেন উদয়ন গুহ! জানালেন প্রাক্তন শাহি-ডেপুটির ‘বড় ভুল’
Udayan Guha On Nisith Pramanik: উদয়নের কথায় নিশীথের হারের দায় উনি নিজেই। তৃণমূল শুধু সেটা বুঝে কাজে লাগিয়েছে। বিজেপি সহজ ক্যাচ দিয়েছে। মন্ত্রী বলেছেন, "এটা ছিল আমাদের সহজ ক্যাচ। শুধু ধরার দায়িত্ব ছিল আমাদের। কারণ উনি মানুষের কাছে যেতেন না।"
কলকাতা: ১৯ এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচনের পর দেখা গিয়েছিল রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা স্লোগান তুলেছিলেন ‘মোদীর মন্ত্রী হেরে গিয়েছেন’। সেই সময় বিরোধী দলরা কটাক্ষ করে বলেছিল এগুলো তাদের চাপে রাখার কৌশল মাত্র। তবে নির্বাচনের ফলাফল বের হওয়ার পর দেখা সত্যিই হেরে গিয়েছেন মোদীর মন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রায় ৩৯ হাজার ভোটে তিনি পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার কাছে। আর এই হারের সম্পূর্ণ ভাবে যিনি ‘সেনাপতিত্ব’ দিয়েছেন বলে বলা হয় তিনিই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। টিভি ৯ বাংলার একান্ত সাক্ষাৎকারে বললেন, “আমি প্রথম দিন থেকেই বলেছি ওকে না হারাতে পারাটা লজ্জার ব্যাপার হত আমাদের কাছে।”
উদয়নের কথায় নিশীথের হারের দায় উনি নিজেই। তৃণমূল শুধু সেটা বুঝে কাজে লাগিয়েছে। বিজেপি সহজ ক্যাচ দিয়েছে। মন্ত্রী বলেছেন, “এটা ছিল আমাদের সহজ ক্যাচ। শুধু ধরার দায়িত্ব ছিল আমাদের। কারণ উনি মানুষের কাছে যেতেন না।” প্রবীণ রাজনীতিকের কথায়, পরপর দু’বার এই গড় তৃণমূলের হাতছাড়া হয়েছে। এইবার কার্যত বাসুনিয়াকে জেতাতে মাটি কামড়ে পড়েছিলেন উদয়ন ও তৃণমূল কর্মীরা। তাঁর অভিযোগ, মন্ত্রী হওয়ার পর থেকেই সাধারণের পাশে দাঁড়াননি নিশীথ। আর সেই বিষয়টাকেই নজরে রেখেছিলেন তাঁরা। বাড়ি-বাড়ি গিয়ে বুঝিয়েছেন। তথ্য মিলিয়ে দেখতে বলেছেন।
উয়দন বলেন, “আমায় দল মন্ত্রী করেছে। আমি ঘুরব। আড্জডা মারব এটা হতে পারে না। প্রার্থী ঘোষণার পর থেকেই আমরা ময়দানে নেমেছি।” সঙ্গে এও বলেন, ” সংসদীয় রাজনীতিতে আমি মানুষের কাছে ভোট চাইব। তারপর আর যোগাযোগ রাখব না। বাড়িতে গেলে ৩ ঘণ্টা-৪ ঘণ্টা তাঁকে বসিয়ে রাখব। ইচ্ছা হলে দেখা করলাম কখনও করলাম না এই সব মানুষের মধ্যে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়। ওকে দেখে মনে হয় অন্য গ্রহের মানুষ। মাটির থেকে উপরে উঠে নড়াচড়া করছে। নিশীথ হারের দায় উনি নিজেই।” এ দিনের সাক্ষাৎকারে মন্ত্রী নিজেই বললেন, “এবারও যদি আমরা নিশীথ প্রামাণিককে হারাতে না পারতাম আমার জীবিতকালে এই আসন পুনরুদ্ধার সম্ভব নয় সেটা আগেই বলেছি।”
নিশীথ প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহর সম্পর্ক মোটেই মধুর নয়। ভোটের প্রচারে সময়ও তাঁদের দেখা গিয়েছিল কার্যত বিতর্ক জড়াতে। শুধু কী তাই? হাতাহাতিও জড়িয়ে পড়তে দেখা যায় দুই মন্ত্রীকে। তবে পরপর দু’বার কোচবিহারের মাটি থেকে পদ্ম তুলে ফেলা কার্যত চ্যালেঞ্জ ছিল উদয়নের কাছে। কিন্তু তৃণমূল ভরসা রেখেছিল এই উদয়নের উপরেই। প্রচারে গিয়ে খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার পাশাপাশি উদয়ন গুহর প্রশংসাও করতে শোনা যায় তাঁকে। আর দলের সেই ভরসাও রাখলেন এই রাজনীতিক। ঠিক কোন জায়গায় বল করলে উইকেট পড়তে পারে সেই হিসাব কষে ময়দানে নামালেন কর্মীদের। আর উইকেট পড়লও। ঘুরল খেলা। ছিনিয়ে আনলেন হারিয়ে যাওয়া কোচবিহারের মাটি।