Primary Teacher Recruitment: ৬ নভেম্বর থেকে আপার প্রাইমারির কাউন্সেলিং, বিজ্ঞপ্তি এসএসসির

Primary Teacher Recruitment: নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং। বিষয়ভিত্তিক কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল SSC। তারপর থেকে ১৪ দিন ধরে চলবে গোটা প্রক্রিয়া। ৩১ অক্টোবর থেকে প্রত্যেকের হাতে হাতে পৌঁছে যাবে কল লেটার।

Primary Teacher Recruitment: ৬ নভেম্বর থেকে আপার প্রাইমারির কাউন্সেলিং, বিজ্ঞপ্তি এসএসসির
বিজ্ঞর্তি এএসএসিরImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 8:51 PM

কলকাতা: প্রায় ১ বছরের অবস্থান-বিক্ষোভ-ধরনার পর অবশেষে খানিকটা হলেও আশার আলো দেখেছেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। পুজোর মুখে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শুনিয়েছে কলকাতা হাইকোর্ট তথা রাজ্যের শীর্ষ আদালত। মঙ্গলবারই শিক্ষক নিয়োগে কাউন্সেলিংয়ের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশের পর দ্রুত যে কাউন্সেলিং শুরু হবে মঙ্গলবারই সে কথা জানিয়েছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। অবশেষে এল কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি। এদিনই বিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দিল SSC.

নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং। বিষয়ভিত্তিক কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল SSC। তারপর থেকে ১৪ দিন ধরে চলবে গোটা প্রক্রিয়া। ৩১ অক্টোবর থেকে প্রত্যেকের হাতে হাতে পৌঁছে যাবে কল লেটার। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একদিন আগে বলেছিলেন, আগাম একটা খসড়া নোটিস দিলে চাকরিপ্রার্থীদের টিকিট কাটা সহ নানা বিষয়ে সুবিধা হবে। রাজ্যের নানা প্রান্ত থেকে তাঁরা আসবে। তাই দ্রুত দেওয়া হবে নোটিস। আপাতত স্কুল বাছাইয়ের অনুমতিটুকুই শুধু পাওয়া গিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তবে এখনই যে কল লেটার দেওয়া হবে না সে কথা বলেছিলেন তিনি। তা পেতে যে মাসের শেষ হয়ে যাবে সে কথাও বলেছিলেন। 

মোট ১৪৩৩৯ শূন্যপদের জন্য কাউন্সেলিং হবে বলে বলে খবর। আপাতত মেধাতালিকায় থাকা চাকরিপ্রার্থীরা কে কোন স্কুলে পোস্টিং পাবেন বাছাই করতে কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। এদিকে কমিশনে আবার পুজোর ছুটি পড়ে গিয়েছে। তাই গোটা প্রক্রিয়া খাতায়কলমে কবে শেষ হবে তা নিয়ে বাড়ছিল জল্পনা। এরইমধ্য়ে এসএসসি-র বিজ্ঞপ্তিতে মুখে হাসি চাকরিপ্রার্থীদের।