Kolkata Police: অন্য পুলিশের ব্যাজ পরে আদালতে আরজি করে হামলার তদন্তকারী অফিসার, তোলপাড় কোর্টে
Kolkata Police: এদিন ঘটনার সূত্রপাত টালা থানার অভিযোগকারী পুলিশ আধিকারিকের ব্যাজ ঘিরে। এই ঘটনায় পুলিশের তরফে অভিযোগকারীর নাম অভিষেক ঘোষাল। কিন্তু এদিন আদালতে যিনি আইও হিসাবে আসেন, তিনি অভিষেক ঘোষালের উর্দি ও ব্যাজ পড়ে চলে আসেন।
কলকাতা: আরজি কর হাসপাতালে বুধবার রীতিমতো তাণ্ডব চলেছে। সেই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁদের শিয়ালদহ আদালতে তোলা হলে ২২ অগস্ট অবধি পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এদিন আদালতে এক কাণ্ড ঘটে। রীতিমতো পুলিশের ‘পোশাক বিভ্রাট’। অন্য এক পুলিশ আধিকারিকের উর্দি পরে আদালতে এসে হাজির হন এই মামলার ইনভেস্টিগেশন অফিসার বা আইও। যা নিয়ে রীতিমতো মুখ চাওয়াচায়ি চলে কোর্টরুমে। বিরক্ত হন বিচারকও।
এদিন ঘটনার সূত্রপাত টালা থানার অভিযোগকারী পুলিশ আধিকারিকের ব্যাজ ঘিরে। এই ঘটনায় পুলিশের তরফে অভিযোগকারীর নাম অভিষেক ঘোষাল। কিন্তু এদিন আদালতে যিনি আইও হিসাবে আসেন, তিনি অভিষেক ঘোষালের উর্দি ও ব্যাজ পড়ে চলে আসেন।
এদিকে আদালতে বিচারক যখন তাঁর নাম জানতে চান, অন্য নাম বলেন তিনি। এরপরই বিচারক প্রশ্ন তোলেন, তাহলে তাঁর ব্যাজে যে নাম রয়েছে তিনি কে? তখন আইও জানান, ভুল করে তিনি অভিষেক ঘোষালের ব্যাজ পরে এসেছেন। যা শুনে ভারপ্রাপ্ত বিচারক ক্ষুব্ধ হন।
এরপর ওই ব্যাজগুলি খুলে কাঠগড়া থেকে ওই পুলিশ আধিকারিককে নেমে যাওয়ার নির্দেশ দেন বিচারক। আদালতে উপস্থিত থাকা ওই পুলিশ আধিকারিক জানান, তিনি আইও। বলেন, গতকাল রাতে তাড়াহুড়ো থাকায় ভুল করে অন্যজনের ইউনিফর্ম পরে চলে এসেছেন।