SET Exam Date: ১৭ ডিসেম্বর হবে রাজ্যে অধ্যাপক নিয়োগের সেট পরীক্ষা

১৭ ডিসম্বর, রবিবার রাজ্যের ২৩ জেলার ১১০টি পরীক্ষাকেন্দ্রে হবে স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষা। সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী। ২টি পত্রে নেওয়া হবে পরীক্ষা। প্রথম পত্রের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা বেলা ১২টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। কমিশন সূত্রে জানা গিয়েছে, এ সপ্তাহ থেকেই সেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে যাবে।

SET Exam Date: ১৭ ডিসেম্বর হবে রাজ্যে অধ্যাপক নিয়োগের সেট পরীক্ষা
প্রতীকী ছবিImage Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 10:18 AM

কলকাতা: রাজ্যে অধ্যাপক নিয়োগের সেট পরীক্ষা হবে আগামী ১৭ ডিসেম্বর। কলেজ সার্ভিস কমিশন এই পরীক্ষা নেবে। এই পরীক্ষাগ্রহণ ঘিরে চূড়ান্ত পর্যায়ের সতর্ক থাকছে চাইছে কমিশন। নিরাপত্তার দিকটি বিশেষভাবে খতিয়ে দেখবে কমিশন। পাশাপাশি পরীক্ষার প্রশ্ন থেকে ওএমআর সবই থাকবে কলেজ সার্ভিস কমিশনের নখদর্পণে। মোবাইল অ্যাপের মাধ্যমে ‘ট্র্যাক’ করা হবে পরীক্ষার প্রশ্ন এবং ওএমআর। সেট পরীক্ষা সুষ্ঠভাব পরিচালনার জন্য রাজ্যের ২৩ জেলায় ২৫ নোডাল অফিসার নিয়োগ করবে কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এ সপ্তাহ থেকেই সেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে যাবে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। নিজের জেলাতেই পরীক্ষার সেন্টার পড়বে পরীক্ষার্থীদের।

১৭ ডিসম্বর, রবিবার রাজ্যের ২৩ জেলার ১১০টি পরীক্ষাকেন্দ্রে হবে স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষা। সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী। ২টি পত্রে নেওয়া হবে পরীক্ষা। প্রথম পত্রের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা বেলা ১২টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।

এই পরীক্ষা গ্রহণের সমগ্র প্রক্রিয়া অ্যাপের মাধ্যমে ট্রাক করবে কমিশন। জিপিএস প্রযুক্তির মাধ্যমে এই নজরদারি চালানো হবে। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছনো থেকে পরীক্ষা শেষে উত্তরপত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছনো। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর পাশাপাশি সব জেলায় থাকবেন নোডাল অফিসার। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং ডিনদের এই দায়িত্ব দেওয়া হবে বলে কমিশন সূ্ত্রে জানা গিয়েছে। অন্য দিকে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কমিশনের প্রতিনিধি হিসাবে ২ জন করে অবজার্ভার থাকবে। বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকদের অবজার্ভার হিসাবে নিয়োগ করা হবে।

পরীক্ষা যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তার জন্য জেলা প্রশাসন এবং পুলিশের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে কমিশন। পাশাপাশি রেলের কাছেও আবেদন জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, তার ব্যবস্থা করতে। বিভিন্ন নিয়োগ দুর্নীতিতে বিদ্ধ রাজ্য সরকার। এই পরিস্থিতি সুষ্ঠ এবং স্বচ্ছভাবে পরীক্ষার আয়োজনকেই রীতিমতো চ্যালেঞ্জ হিসাবে দেখছে রাজ্য কলেজ সার্ভিস কমিশন।