৩৫ আধিকারিকের বদলি রাজ্যে, তালিকায় অতিরিক্ত জেলাশাসক-সহ বিডিওরা
সোমবার রাজ্যের ৭ অতিরিক্ত জেলাশাসক, ৫ মহকুমাশাসক এবং ২০ বিডিও-সহ বদলি ৩৫ আধিকারিককে বদলির নির্দেশ জারি করল নবান্ন। এতে শামিল রয়েছেন রাজ্যের প্রায় সব জেলার উচ্চপদস্থ কর্তারা।
কলকাতা: নির্বাচন কমিশনের (Election Commission) পরামর্শের পরই একাধিক আধিকারিকদের বদল করল রাজ্য সরকার (WB Govt)। সোমবার রাজ্যের ৭ অতিরিক্ত জেলাশাসক, ৫ মহকুমাশাসক এবং ২০ বিডিও-সহ বদলি ৩৫ আধিকারিককে বদলির নির্দেশ জারি করল নবান্ন। এতে শামিল রয়েছেন রাজ্যের প্রায় সব জেলার উচ্চপদস্থ কর্তারা।
‘বিতর্কিত’ আধিকারিকদের বদল করতে হবে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য থেকে ঘুরে যাওয়ার পরই প্রশাসনের কাছে এই নির্দেশ এসেছিল। জানিয়ে দেওয়া হয়েছিল, বাড়ির জেলায় কোনও পোস্টিংয়ে থাকতে পারবেন না আধিকারিকরা। সোমবার নবান্ন থেকে হওয়া আধিকারিকদের রদবদলের নির্দেশিকায় কমিশনের সেই নির্দেশের অঙ্গ বলে মনে করছেন রাজনীতির কারবারিদের অনেকে। উল্লেখ্য, গত সপ্তাহেও একসঙ্গে ৮৫ জন আধিকারিকের বদল করেছিল রাজ্য প্রশাসন। এবার সরানো হল আরও ৩৫ আধিকারিককে। গত এক সপ্তাহ ধরেই এই প্রক্রিয়া চলছে। সূত্রের খবর, আসন্ন সময়ে রাজ্য পুলিশের শীর্ষ স্তরেও রদবদল দেখা যেতে পারে।
আরও পড়ুন: মহম্মদ সেলিমের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার! কেন?
উনিশের লোকসভা ভোটের আগেই বেশ কয়েকজন আধিকারিককে সরানো নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজ্যকে। এবারও যাতে একই পরিস্থিতি না হয় তা নিশ্চিত করতে আগেভাগে উপদেশ দিয়েছিল নির্বাচন কমিশন। বলা হয়েছিল, যে আধিকারিকদের নাম বিতর্কে জড়িয়ে রয়েছে, বা বিতর্কে জড়াতে পারে বলে অনুমান, তাঁদের সরিয়ে দেওয়াই সমিচিন। হাতে কলমেও সেই কাজই করতে দেখা যাচ্ছে রাজ্যকে।
আরও পড়ুন: নিজের হার স্বীকার করে নিলেন মমতা!