WB Panchayat Polls 2023: মনোনয়নে ‘হামলা’র পর নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ISF-CPIM

WB Panchayat Polls 2023: বুধবার সকালেও খোলেনি অধিকাংশ দোকানপাট। এখনও কাঠালিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙাচোরা বাইক। ভাঙড় ২ নম্বর ব্লকের সামনে এখনও পুলিশ পিকেটিং। এদিন মনোনয়ন জমা দেবে শাসক ও বিরোধীরা।

WB Panchayat Polls 2023: মনোনয়নে 'হামলা'র পর নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ISF-CPIM
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 12:09 PM

কলকাতা: মনোনয়নে হামলার অভিযোগ। মঙ্গলবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ভাঙড়ে। আইএসএফ-কে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ। অন্যদিকে, মিনাখাঁয় বাধার মুখে সিপিএম প্রার্থীরাও। এবার নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করে সিপিএম-আইএসএফ। দুটি মামলারই একসঙ্গে শুনানি হবে। মনোনয়ন ঘিরে মঙ্গলবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ভাঙড় দু’ নম্বর ব্লকে। বিডিও অফিসের সামনেই পড়তে থাকে মুড়িমুড়কির মতো বোমা। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। মূলত, আইএসএফ-সিপিএমের অভিযোগ, মনোনয়ন দিতে বাধা দেওয়ায় তৃণমূল এলাকায় বোমাবাজি করে। আইএসএফ কর্মীদের লক্ষ্য করে বোমা, এমনকি গুলি চালানো হয় বলেও অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়লে অগ্নিগর্ভের চেহারা নেয় ভাঙড়।

বুধবার সকালেও খোলেনি অধিকাংশ দোকানপাট। এখনও কাঠালিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙাচোরা বাইক। ভাঙড় ২ নম্বর ব্লকের সামনে এখনও পুলিশ পিকেটিং। এদিন মনোনয়ন জমা দেবে শাসক ও বিরোধীরা। আজ যাতে নতুন করে অশান্তি না হয় সেদিকেই নজর প্রশাসনের।

ভাঙড় ২ ব্লকে বিডিও অফিসের ভিতরে ও বাইরে তৈরি বাঁশের ব্যারিকেড। তৈরি হয়েছে পুলিশ কিয়স্ক। সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে বিডিও অফিস চত্বর। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুলের ইসলামের খাস তালুকে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে আজ নমিনেশন জমা দেওয়ার কথা।

এদিকে মিনাখাঁতেওমনোনয়ন ঘিরে চরম অশান্তি হয়। সিপিএম প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অন্তত তিন জন জমা দিতে পারেননি বলে খবর। এবার বিরোধীরা নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ।