Group C: হাইকোর্টের নির্দেশের পর পদক্ষেপ পর্ষদের, বাতিল ৮৪২ জনের নিয়োগপত্র

Group C: একটি নির্দেশিকায় ৫৭ জন গ্রুপ সি প্রার্থীর (Group C Candidates) নিয়োগ বাতিল করা হয়েছে। অপর একটি নির্দেশিকায় ৭৮৫ জন গ্রুপ সি প্রার্থীর নিয়োগ বাতিল করার কথা জানানো হয়েছে। সব মিলিয়ে ৮৪২ জনের নিয়োগ বাতিলের কথা নির্দেশিকা আকারে প্রকাশ করে জানাল মধ্য শিক্ষা পর্ষদ।

Group C: হাইকোর্টের নির্দেশের পর পদক্ষেপ পর্ষদের, বাতিল ৮৪২ জনের নিয়োগপত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2023 | 9:24 PM

কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করল মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE)। দুটি পৃথক নির্দেশিকা জারি করা হয়েছে পর্ষদের তরফে। একটি নির্দেশিকায় ৫৭ জন গ্রুপ সি প্রার্থীর (Group C Candidates) নিয়োগ বাতিল করা হয়েছে। অপর একটি নির্দেশিকায় ৭৮৫ জন গ্রুপ সি প্রার্থীর নিয়োগ বাতিল করার কথা জানানো হয়েছে। সব মিলিয়ে ৮৪২ জনের নিয়োগ বাতিলের কথা নির্দেশিকা আকারে প্রকাশ করে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। উল্লেখ্য, সাবিনা ইয়াসমিনের করা এক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী ৮৪২ জন গ্রুপ সি প্রার্থীর চাকরি বাতিলের কথা বলা হয়েছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ৫৭ জন যারা সুপারিশ না পেয়ে চাকরি করছেন, তাঁদের চাকরি বাতিল করবে আদালত। আর ৭৫৮ জনের সুপারিশ প্রত্যাহার করবে কমিশন।

সেই মতো দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ৮৪২ জনের নিয়োগপত্র বাতিল করল পর্ষদ। বিজ্ঞপ্তির সঙ্গে ওই ৫৭ জন এবং ৭৫৮ জনের নামের তালিকাও প্রকাশ করেছে পর্ষদ। তালিকায় সংশ্লিষ্ট প্রার্থীদের নাম, রোল নম্বর, কোন পদে চাকরি এবং জেলা ও স্কুলের নাম ধরে ধরে জানানো হয়েছে। উল্লেখ্য, গতকাল (১০ মার্চ) হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। আর এবার সেই মতো পদক্ষেপ করল মধ্য শিক্ষা পর্ষদ।

উল্লেখ্য, গতকালই কলকাতা হাইকোর্টের তরফে দুপুর ৩টে ১৫ মিনিটের মধ্যে ওই ৫৭ জনের নাম জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনকে। সেই মতো সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিয়েছিল কমিশন। হাইকোর্টের নির্দেশের দুই ঘণ্টার মধ্যেই গতকাল তালিকা প্রকাশ করে দেয় কমিশন। ৭৮৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল দুপুর সাড়ে তিনটের পরে সাবিনা ইয়াসমিনের করা গ্রুপ সি মামলায় ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন।