বর্ষবরণের আগে রাজ্যে বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আছে। পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব খুব একটা বেশি নেই, তাই আবার নতুন করে তাপমাত্রা নিম্নমুখী হবে না।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে মতো বাড়বে। রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চার দিন স্বাভাবিকই থাকবে।
তারপর আবার রাতের তাপমাত্রা খানিক বাড়বে আগামী তিন দিন। কলকাতার রাতের তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। দিনের তাপমাত্রা বেড়ে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
জাঁকিয়ে শীত
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে।