Weather Update: কমবে তাপমাত্রা, হবে বৃষ্টি, আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া?

West Bengal weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই।

Weather Update: কমবে তাপমাত্রা, হবে বৃষ্টি, আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 4:17 PM

কলকাতা: নভেম্বর পড়ে গিয়েছে। হালকা শীতের আমেজ উপভোগ করছেন কলকাতা সহ রাজ্যবাসী। তবে নভেম্বর পড়লেও জমিয়ে ঠান্ডা কিন্তু এখনও পড়েনি। আগামী কয়েকদিন আবহাওয়া (Weather) কেমন থাকবে জানিয়ে দিল আবহাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং-য়ে আগামী দু’দিন বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহাওয়া। রাত্রিবেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা থাকবে।

অপরদিকে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া থাকবে ২০ ডিগ্রির আশপাশে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির কাছে। তবে আগামী দু’থেকে তিনদিনের মধ্যে তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রির কাছাকাছি এসে দাঁড়াবে। এরপর তাপমাত্রা ধীরে-ধীরে কমতে শুরু করবে। ডিসেম্বরে তা কমে দাঁড়াতে পারে ১৬ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রিতে। এবং ডিসেম্বরের শেষে দাঁড়াবে ১৪ থেকে ১৩ ডিগ্রিতে।

উল্লেখ্য, গতকাল দুপুরের পর থেকেও কলকাতা সহ শহরতলির আকাশ আংশিক মেঘলা ছিল। ইতিমধ্যে টান ধরেছে ত্বকে।যদিও নভেম্বরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শীত পড়ার সম্ভাবনা কার্যত থাকে না। তবে হাওয়ায় শিরশিরানি অনুভূত হতে পারে ভোরের দিকে।