ভোরের দিকে শিরশিরানি থাকলেও শীত আসতে এখনও দেরি, কুয়াশার দাপটে কমছে দৃশ্যমানতা

আগামীকালও আবহাওয়া এরকমই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। ঘন কুয়াশার দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোরের দিকে কমবে দৃশ্যমানতা।

ভোরের দিকে শিরশিরানি থাকলেও শীত আসতে এখনও দেরি, কুয়াশার দাপটে কমছে দৃশ্যমানতা
ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা
Follow Us:
| Updated on: Dec 11, 2020 | 1:43 PM

শীত আসার পথে ভিলেন এখন কুয়াশা। প্রায় এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমেছে বাংলায়। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনও ঘন কুয়াশা পড়বে বলে জানিয়েছে আলিপুর। পাশাপাশি দক্ষিণবঙ্গেই ঘন কুয়াশার প্রভাব থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী গত ৬ দিন ধরে ভোরের দিকে টানা ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা।

আজ সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। উল্লেখ্য, গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি। তাপমাত্রার এই উত্থান শীতের আমেজ কেড়ে নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। আজ ভোরের দিকে হাল্কা বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট এবং মেঘলা আকাশ। বাতাসে রয়েছে হাল্কা শিরশিরানিও। তবে বেলা বাড়লে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে কুয়াশার প্রভাব থাকবে বলে সতর্ক করেছে আলিপুর। কমবে দৃশ্যমানতা। মেঘলা আকাশ থাকার ফলে রোদ উঠবে বেলার দিকে। তবে শীতের আমেজ তেমন অনুভূত হবে না। গতকাল সন্ধ্যায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ। আজ কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শহর এবং শহরতলিতে ভোরের দিকে ঘন কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়লে কুয়াশা কেটে যাবে। তবে আকাশ মেঘলা থাকার কারণে সেভাবে রোদের ঝলক নাও মিলতে পারে। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপস-গুমোট গরম টের পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী। আগামীকালও আবহাওয়া এরকমই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। ঘন কুয়াশার দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোরের দিকে কমবে দৃশ্যমানতা।

আলিপুরের পূর্বাভাস আজ সারাদিন রাজ্যজুড়ে থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমেছে। বাংলার পাশাপাশি কুয়াশার প্রভাব থাকবে ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডেও। আজ সকাল থেকে হাল্কা ঠান্ডা হাওয়াও বইছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় কুয়াশার জন্য দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি। উত্তরবঙ্গে কুয়াশার দাপট দক্ষিণবঙ্গের তুলনায় আরও বেশি । দার্জিলিং ও কালিম্পঙে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।