বৃষ্টির আশা নেই, আগামী ২৪ ঘণ্টাই বজায় থাকবে অস্বস্তি, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর
পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Report)।
কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতায় তাপমাত্রা ৩৯ ডিগ্রির উপরে থাকবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Report)।
বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এবছরের বুধবার ছিল সবচেয়ে উষ্ণতম দিন। এই অস্বস্তিকর পরিবেশ আগামী ২৪ ঘণ্টায় বজায় থাকবে। ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা সামান্য কমবে। ২ তারিখ থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন: গাড়ি থেকে নেমে সবে বুথের দিকে পা বাড়িয়েছেন, আচমকাই ধেয়ে এসেছিল ‘ওরা’! নন্দীগ্রামে শুভেন্দুর সঙ্গে ঘটল বড় ঘটনা!
৩ তারিখে বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি. ৪ তারিখ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর-সহ উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি হবে। আগামী শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।