বৃষ্টির আশা নেই, আগামী ২৪ ঘণ্টাই বজায় থাকবে অস্বস্তি, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর

পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Report)।

বৃষ্টির আশা নেই, আগামী ২৪ ঘণ্টাই বজায় থাকবে অস্বস্তি, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 4:32 PM

কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতায় তাপমাত্রা ৩৯ ডিগ্রির উপরে থাকবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Report)।

বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এবছরের বুধবার ছিল সবচেয়ে উষ্ণতম দিন। এই অস্বস্তিকর পরিবেশ আগামী ২৪ ঘণ্টায় বজায় থাকবে। ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা সামান্য কমবে। ২ তারিখ থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে।

আরও পড়ুন: গাড়ি থেকে নেমে সবে বুথের দিকে পা বাড়িয়েছেন, আচমকাই ধেয়ে এসেছিল ‘ওরা’! নন্দীগ্রামে শুভেন্দুর সঙ্গে ঘটল বড় ঘটনা!

৩ তারিখে বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি. ৪ তারিখ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর-সহ উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি হবে। আগামী শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।