Today Weather Update: হঠাৎ পাল্টি খেল আবহাওয়া, লেপে গরম হবেন না লেপের বাইরে জেনে নিন

Today Weather Update: হাওয়া অফিস বলছে, আপাতত এই শীতের আমেজ রাজ্যজুড়ে বজায় থাকবে। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। জেলায় ১১-১২ ডিগ্রির ঘরে রাতের তাপমাত্রা। আপাতত ঠান্ডার এই পারদই বজায় থাকবে।

Today Weather Update: হঠাৎ পাল্টি খেল আবহাওয়া, লেপে গরম হবেন না লেপের বাইরে জেনে নিন
শীত কবে পড়বে?Image Credit source: Tv9 Bharatbarsh
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 1:35 PM

কলকাতা: নভেম্বরে বাঙালিকে নিরাশ করলেও ডিসেম্বরে জাঁকিয়ে পড়েছে শীত। বুধবার মরশুমের ছিল শীতলতম দিন। বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে ছিল বাংলা। একদম ভোরের দিকে দৃশ্যমানতাও ছিল কম। আবহাওয়া অফিস বলছে, আজ কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে।

হাওয়া অফিস বলছে, আপাতত এই শীতের আমেজ রাজ্যজুড়ে বজায় থাকবে। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। জেলায় ১১-১২ ডিগ্রির ঘরে রাতের তাপমাত্রা। আপাতত ঠান্ডার এই পারদই বজায় থাকবে। তবে গতকাল ১৪ ডিগ্রির আশপাশে তাপমাত্রা থাকলেও আজ ১৫ হওয়ায় আবহাওয়াবিদদের ভাবাচ্ছে।

কোথায় কত তাপমাত্রা

দার্জিলিং ৪.২ সেলসিয়াস কালিম্পং ৭.৮ সেলসিয়াস পুরুলিয়া ১০.০ সেলসিয়াস কোচবিহার ১০.৮ সেলসিয়াস বাঁকুড়া ১০.৯ সেলসিয়াস শ্রীনিকেতন ১১.৪ সেলসিয়াস বর্ধমান ১১.৮ সেলসিয়াস জলপাইগুড়ি ১২.৪ সেলসিয়াস হাওড়া ১৩.৫ সেলসিয়াস দিঘা ১৩.৬ সেলসিয়াস আলিপুর ১৫.১ সেলসিয়াস দমদম ১৫.৫ সেলসিয়াস

এ দিকে, গতকাল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সন্দাকফু,উত্তর সিকিম,পূর্ব সিকিমে তুষারপাত হয়েছে। দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। ডুয়ার্সের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। যার জেরে প্রচুর পর্যটক বরফের আনন্দ উপভোগ করতে পৌঁছে গিয়েছেন সিকিম ও দার্জিলিংয়ে। এ দিকে, একাধিক স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারী তুষারপাতের জন্য সিকিমের বিভিন্ন পর্যটনস্থলগুলিতে প্রায় ৪০০-র বেশি গাড়ি আটকে পড়েছিল।ভয়ঙ্কর শৈত্য প্রবাহও চলছে সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে। সিকিমের রাজধানী গ্যাংটকেও এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।