Weather Alert: ভারী ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তৈরি থাকছে ৮৪টি বিশেষ টিম

Rain Forecast: এবার ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন দমকল মন্ত্রী সুজিত বসু। বুধবারই রাজ্যের দমকল বিভাগের আধিকারিকদের নিয়ে নিউটাউনে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেন তিনি। এখনও পর্যন্ত বড় উদ্বেগের কোনও কারণ না থাকলেও, যে কোনও পরিস্থিতির জন্য প্রতিটি জেলাকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন মন্ত্রী।

Weather Alert: ভারী ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তৈরি থাকছে ৮৪টি বিশেষ টিম
বৃষ্টির পূর্বাভাস। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2024 | 4:00 PM

কলকাতা: সাগরে জন্ম নিয়েছে নিম্নচাপ। যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেয়নি দিল্লির মৌসম ভবন। তবে নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর-সহ তিন জেলায় আগামী শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসবের মধ্যেই এবার ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন দমকল মন্ত্রী সুজিত বসু। বুধবারই রাজ্যের দমকল বিভাগের আধিকারিকদের নিয়ে নিউটাউনে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেন তিনি। এখনও পর্যন্ত বড় উদ্বেগের কোনও কারণ না থাকলেও, যে কোনও পরিস্থিতির জন্য প্রতিটি জেলাকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন মন্ত্রী।

দমকল বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক শেষে সুজিত বসু জানান, ‘ঝড়-বৃষ্টির একটি পূর্বভাস শোনা যাচ্ছে। তাই আমরা সবাইকে ডেকে বলে দিচ্ছি। যদিও এখনও পর্যন্ত বড় কোনও খবর নেই। কিন্তু যদি কিছু হয়, সেক্ষেত্রে প্রতিটি জেলা যেন সতর্ক থাকে।’ দমকল মন্ত্রী এদিন আরও জানান, ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কারণে দমকল বিভাগের তরফে মোট ৮৪টি পৃথক টিম তৈরি করা হয়েছে। যারা বিভিন্ন জায়গায় প্রস্তুত থাকবে। অনেক ক্ষেত্রেই ঝড়-বৃষ্টির সময় গাছ ভেঙে পড়ে যায়। অনেক সময় আবার গাছ ভেঙে পড়ে শর্ট সার্কিট থেকে আঘুনও লেগে যায়। সেক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের কর্মীদের সঙ্গে সমন্বয়ের সঙ্গে কাজ করে আগুন নেভান দমকলকর্মীরা। এই সব সম্ভাবনার দিকগুলির জন্য দমকল বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পাশাপাশি মন্ত্রী সুজিত বসু আরও বলেছেন, ‘আমাদের ডিএফওরা সিইএসসি, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ও বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে যোগাযোগ রাখবেন। কাজ করবার জন্য নির্দেশ দিয়ে রাখা হল। আমাদের দিক থেকে সব প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে, যাতে মানুষের কোনও অসুবিধা না হয়।’