West Bengal Weather Update: মেঘ-রোদের খেলা চলছে আকাশে, আগামী ২৪ ঘণ্টা কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস

Weather: দক্ষিণবঙ্গে এবার একে তো বর্ষা দেরীতে এসেছে। তার উপর আবার বৃষ্টির খামখেয়ালিপনা।

West Bengal Weather Update: মেঘ-রোদের খেলা চলছে আকাশে, আগামী ২৪ ঘণ্টা কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস
মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2022 | 3:45 PM

কলকাতা: অবশেষে খানিক স্বস্তির বার্তা দক্ষিণবঙ্গবাসীর জন্য। গরমের চরম অস্বস্তি কাটিয়ে এবার বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী পাঁচদিন কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণ, ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্র ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গে এবার একে তো বর্ষা দেরীতে এসেছে। তার উপর আবার বৃষ্টির খামখেয়ালিপনা। এই সময় মূলত আমন ও পাট বীজ রোপণ করা হয়। আর তার জন্য দরকার পর্যাপ্ত জল। কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে সমস্যায় পড়েছেন তাঁরা। তবে এখনও অবধি কৃষকদের জন্য কোনও আশার আলো দেখাতে পারছে না আবহাওয়া দফতর।

আগামী চার পাঁচদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তার মেয়াদ যে খুব বেশি সময়ের নয়, তার বার্তাও মিলেছে। সব জায়গাতেই ৫ থেকে ১০ মিনিটের বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। বাকি সময় আকাশ আংশিক মেঘলা বা পরিষ্কারই থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার টানা ভারী বর্ষণের জন্য যে প্রতিকূল পরিস্থিতি প্রয়োজন, তা এখনও জোরাল নয়। সে কারণেই বর্ষার বৃষ্টিতেও কার্পণ্য।

জুনের শুরু থেকে এখনও পর্যন্ত যে ভাবে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে, তা কলকাতা -সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই প্রথম বলেই জানা যাচ্ছে। প্রায় ১০ বছর পর এ বছরই প্রথম জুনে নিম্নচাপ শূন্য বঙ্গোপসাগর। তারই মাশুল গুনছে দক্ষিণবঙ্গ। তবে দক্ষিণে ঘাটতি থাকলেও জুন মাসে উত্তরবঙ্গে অতিবৃষ্টি দেখা গিয়েছে। ৬০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ-সিকিম মিলিয়ে। যার জেরে একবার নয়, দু’বার ভেসেছে বিভিন্ন জেলা।